নদিয়ার হাঁসখালির নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার এই ঘটনা ইস্যুতে সরব হলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী। এহেন নক্ক্যারজনক ঘটনাকে তিনি দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করলেন বিজেপি নেত্রী।
‘পশ্চিমবঙ্গে নারী নির্যাতন’ নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী দাবি করেছেন মহাভারতের দ্রৌপদী চরিত্রের সঙ্গে যা ঘটেছিল তাই হচ্ছে। এদিন সংসদে হাঁসখালির ব্যাপারে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাংসদ। রূপা বলেন, ‘আমি ওই আটদিন একটা কষ্টের মধ্যেই যাপন করেছিলাম। প্রকাশ্য সভায় সবাই দেখছে, হাসছে আর আমায় বিবস্ত্র করা হচ্ছে। একজন নারীকে যদি এই ভাবে জনসমক্ষে বিবস্ত্র করার চেষ্টা করা হয় তবে তাঁর মধ্যে কী হয় সেটা আমি অনুভব করেছি।’
অন্যদিকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এই মামলা নিয়ে গঠিত কমিটির বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাস্থল পরিদর্শনের জন্য ৫ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছেন জাতীয় সভাপতি জেপি নাড্ডা। কমিটি শীঘ্রই তাদের রিপোর্ট জমা দেবে।
এই কমিটিতে রয়েছেন লোকসভার সদস্য ও জাতীয় সহ-সভাপতি রেখা বর্মা, উত্তরপ্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবি রানী মৌর্য, তামিলনাড়ু বিধানসভার সদস্য এবং দলের মহিলা শাখার জাতীয় সভাপতি ভানাথি শ্রীনিবাসন, বিশেষ আমন্ত্রিত জাতীয় কার্যনির্বাহী কমিটি খুশবু সুন্দর এবং পশ্চিমবঙ্গের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।