সম্প্রতি ফের আলোচনায় উঠে এসেছেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। বঙ্গ রাজনৈতিক মহলে আলোড়ন। তবে বীরভূমের দাপুটে নেতাকে কেন্দ্র করে আলোচনা এই প্রথম নয়। আগেও হয়েছে বহুবার। কখনও রাজনৈতিক প্রসঙ্গে, কখনও অরাজনৈতিক প্রসঙ্গে।
ব্যক্তি অনুব্রত মন্ডল ঠিক কেমন, এই প্রশ্ন তাঁকে একাধিকবার করা হয়েছে। এক সাক্ষাৎকারে তৃণমূলের এই নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কোন দলের সমর্থক। মোহনবাগান নাকি ইস্টবেঙ্গলের।
গ্রামের ছেলে বলেই নিজেকে পরিচয় দেন অনুব্রত মন্ডল। সেহেতু গ্রাম বাংলার মাঠের সঙ্গে তিনি ভালই পরিচিত। নিজেও এক সময় দাপিয়ে বেড়িয়েছেন ময়দানে। খেলেছেন ফুটবল।
মোহনবাগান না ইস্টবেঙ্গল এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে তিনি মোহনবাগানকে সমর্থন করেন। সাক্ষাৎকারে আরও বলেছিলেন, এক সময় ফুটবল খেলেছেন চুটিয়ে। গোলরক্ষকের ভূমিকায় খেলতেন। গোল বাঁচাতে ম্যাচে। তবে গোল করার বিকল্প নেই বলেও তিনি মনে করেন।