টলিউডে কাজের প্রলোভনে মডেলকে বারবার ধর্ষণ, পরিচালক-প্রযোজকের নামে FIR

কলকাতা: কলকাতা আবারও কেঁপে উঠল টলিউড-সংক্রান্ত ধর্ষণকাণ্ডে। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক উঠতি মডেলকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে।…

woman physically assaulted by director

কলকাতা: কলকাতা আবারও কেঁপে উঠল টলিউড-সংক্রান্ত ধর্ষণকাণ্ডে। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক উঠতি মডেলকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে। সোমবার রাতে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ঘটনায় তোলপাড় চলচ্চিত্র মহল।

২০২৩ সাল থেকে পরিচয়

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের অগeস্ট মাস থেকে অভিযুক্ত দুই ব্যক্তি এস এস উদ্দিন ওরফে রিকি এবং রাজশ্রী দে তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তোলেন। নিজেদের টলিউড-সংযোগের কথা বলে তাঁকে সিনেমায় সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন। এরপর কলকাতা ও কলকাতার বাইরে বারবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগকারিণীর দাবি। এমনকি মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

   

একাধিক ধারায় মামলা রুজু woman physically assaulted by director

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪, ৩৫১(২) ও ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ওই তরুণী জানান, বহুদিন ধরে তিনি অভিনয়ের সুযোগের সন্ধানে ছিলেন। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও কাজ দেননি অভিযুক্তরা। শেষপর্যন্ত ন্যায়ের আশায় থানার দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisements

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কসবার ল কলেজে তৃণমূল ছাত্রনেতা মনোজিৎ মিশ্র-সহ আরও দু’জন ছাত্রের বিরুদ্ধে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। কলেজ বন্ধ হওয়ার পর ক্লাসরুমে নিয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণকাণ্ডে কসবা আলোচনার কেন্দ্রে।

Kolkata City: A rising model has accused a Tollywood director and a producer of long-term rape under the guise of offering her work in films. A police complaint has been filed at Kasba police station, and the incident has sent shockwaves through the Kolkata film industry.