পদ্ম শিবিরে নাম লেখানোর পুরষ্কার পেলেন পাতাল কন্যা জমাতিয়া (patal kanya Jamatia)। তাঁকে ত্রিপুরায় বিজেপি (BJP) সহ-সভাপতি করা হলেন। শনিবার ত্রিপুরা (Tripura) রাজ্য বিজেপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন পদাধিকারীর খবর জানানো হয়েছে।
ত্রিপুরা রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন ত্রিপুরা পিপলস ফ্রন্টের প্রতিষ্ঠাতা পাতাল কন্যা জমাতিয়া। দিন কয়েক আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন তিনি। জনজাতি সমাজের সেই নেত্রীকেই গুরুদায়িত্ব দিল রাজ্যের শাসকদল। শনিবার সংগঠনের নয়া নেত্রীর নাম ঘোষণা করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা।
গত ২০ মার্চ আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গনে জনসভার মাধ্যমে পদ্মের পতাকাতলে সামিল হন তিনি। পাতাল কন্যা জমাতিয়ার সঙ্গে বিজেপির শিবিরে নাম লিখিয়েছেন তাঁর সহস্রাধিক অনুগামী। সকলেই জনজাতি সম্প্রদায়ের। সেদিন দলের নবাগত নেত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা এবং রাজ্য বিজেপির সভাপতি ডাঃ মানিক সাহা।
অথচ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বাংলাদেশি বলে রাজনৈতিক হাওয়া গরম করেছিলেন পাতালকন্যা। তিনি জানান,মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাজ কর্মে মুগ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।
পার্বত্য ত্রিপুরার জনজাতিদের নিয়ে তিপ্রা মথা নামক সংগঠন রয়েছে। যাদের মাথায় রয়েছে রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মা। তিপ্রা মথার উত্থানের মাঝেই ত্রিপুরা পিপলস ফ্রন্ট নামক সংগঠনের প্রতিষ্ঠাতা পাতাল কন্যা জমাতিয়া পদ্ম শিবিরে নাম লেখান। আগামী বছর বিধানসভা ভোটে যার বড় প্রভাব পড়তে চলেছে তা বলাই বাহুল্য। এরই মাঝে পাতাল কন্যা জমাতিয়ার মতো ব্যক্তিত্বকে সংগঠনের শীর্ষ স্তরে জায়গা দিয়ে মোক্ষম চাল দিল বিজেপি।