বিদ্যাসাগর সেতু (Vidyasagar setu) রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। সেতুর মেরামতির পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডর প্রকল্পের কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সেতুর উপর দিয়ে কোনও যানবাহনই চলতে পারবে না।
পুলিশ জানিয়েছে, ভারী পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও আগে থেকেই কার্যকর হবে। শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত ট্রাক ও লরি বিদ্যাসাগর সেতুতে প্রবেশ করতে পারবে না।
সেতু বন্ধ থাকায় ছোট যানবাহনগুলোকে হাওড়া ব্রিজ হয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যবাহী গাড়িগুলিকে নিবেদিতা সেতু ও বিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে হাওড়া ব্রিজ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহণ দফতর।
প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে, যা নবান্ন, শিবপুর, হাওড়া স্টেশন এবং কলকাতায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। গত এক বছর ধরে চলা মেরামতির অংশ হিসেবে এবার সেতুর ২০টি স্টে কেবল বদলানো হবে। সেতুর কাঠামোকে টানটান করে ধরে রাখা এই কেবল বদলের কাজ ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি যান চলাচল বন্ধ রাখা হবে।