ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে এই খবর জানাচ্ছে তাস সংবাদ সংস্থা।
আলজাজিরার খবর, মারিউপোল থেকে নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা করেছে। মারিউপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডোর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে।
এর আগে বন্দরনগরী মারিউপোলে ইউক্রেনের সেনা যদি আত্মসমর্পণ করে তাহলে গোলাবর্ষণ বন্ধ হবে বলে জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মারিউপোলের ভয়াবহ পরিস্থিতি দেখে ফ্রান্স সহ বিভিন্ন দেশ রাশিয়ার কাছে গোলা বর্ষণ বন্ধের দাবি জানায়। পরে এই বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও রুশ প্রেসিডেন্ট পুতিনের দীর্ঘ আলোচনা হয়।
বিবিসির খবর, বৈঠকে ম্যাক্রন অনুরোধ করেন ইউক্রেনের মারিউপোল শহরে হামলা যেন বন্ধ করে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন বলেন, আত্মসমর্পণের না করলে হামলা বন্ধ হবে না।
বিবিসির খবর, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনা ইউক্রেনে হামলা শুরুর পর থেকে মারিউপোল রক্তাক্ত। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে মস্কো কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।