এমন কয়েকজন ফুটবলার যারা পরপর দু’বার জিতেছেন ISL খেতাব

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যারা পরপর দু’বার জিতেছেন লিগ সেরার খেতাব। যার মধ্যে বেশিরভাগ ফুটবলার খেলেছিলেন এটিকে’র (ATK) হয়ে। Fikru Teferra…

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যারা পরপর দু’বার জিতেছেন লিগ সেরার খেতাব। যার মধ্যে বেশিরভাগ ফুটবলার খেলেছিলেন এটিকে’র (ATK) হয়ে।

Fikru Teferra

   

ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসের প্রথম গোলদাতা। এটিকে’র হয়ে আবির্ভাবে চমকে দিয়েছিলেন ইথিওপিয়ার এই স্ট্রাইকার। কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে প্রথম জিতেছিলেন লিগ সেরার ট্রফি (২০১৪)। পরের মরশুমে খেতাব জয় করেছিলেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবের হয়ে (২০১৫)।

Apoula Edel Bete

ফিকরুর মতো ইনিও ভারতে এসেছিলেন এটিকে’র হাত ধরে। দুর্ধর্ষ কিছু সেভ করে বহুবার রক্ষা করেছেন নিজ দলের দূর্গ। লিগ সেরা হয়েছিলেন পরপর দু’বার। প্রথমবার এটিকে’র হয়ে (২০১৪), দ্বিতীয়বার চেন্নাইয়ের দলটির হয়ে (২০১৫)।

Henrique Sereno

কলকাতায় খেলে যাওয়া অন্যতম দক্ষ ফুটবলার। এটিকের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ সেরা হয়েছিলেন ২০১৬ সালে। চেন্নাইয়ান ফুটবল ক্লাবের হয়ে ২০১৭-১৮ মরশুমে।

Bikramjit Singh

ভারতীয় ফুটবলে একসময়কার সাড়া জাগানো নাম। ভারতীয় ফুটবলার হিসেবে সুপার লিগে রয়েছে বিরল কৃতিত্ব। পরপর দু’বার টুর্নামেন্ট সেরা দলে খেলেছিলেন তিনি। এটিকের হয়ে ২০১৬ সালে, চেন্নাইয়ান ফুটবল ক্লাবের হয়ে ২০১৭-১৮ মরশুমে।

Bartholomew Ogbeche

সম্প্রতি ভারতীয় ফুটবলে অন্যতম আলোচিত ফুটবলার। টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করে জিতেছেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। লিগ সেরার স্বাদ প্রথমবার পেয়েছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে ২০২০-২১ মরশুমে। এরপর হায়দরাবাদ এফসির হয়ে ২০২১-২২ মরশুমে।