Sports News : বঙ্গদেশে খেলতে এসে হতাশ ব্রাজিলের জাতীয় দলে খেলা ফুটবলার

Sports News : কথা বলতে বলতে ওপেন করলেন ফোনের গ্যালারি। সাত বছর আগে তোলা একটি ছবিকে যত্ন করে রেখে দিয়েছেন ব্রাজিলের ডেনিলসন রোলদাও (Denilson Rodrigues…

short-samachar

Sports News : কথা বলতে বলতে ওপেন করলেন ফোনের গ্যালারি। সাত বছর আগে তোলা একটি ছবিকে যত্ন করে রেখে দিয়েছেন ব্রাজিলের ডেনিলসন রোলদাও (Denilson Rodrigues Roldão)। মুখে হাসির মাঝে ছায়া ফেলছিল হতাশার মেঘ।

   

বন্ধুদের সঙ্গে সাত বছর আগে ছবিটি তুলেছিলেন ডেনিলসন। ভিনিসিয়ুস জুনিয়র, পাউলিনিও, ডেভিড ওয়েসলি ডেনিলসন রোলদাওয়ের বন্ধু। ২২ বছর বয়সী এই ফুটবলার খেলেছিলেন ব্রাজিলের জাতীয় দলের বয়স ভিত্তিক বিভিন্ন ম্যাচে। তাঁর পাশে খেলতেন ভিনিসিয়াস জুনিয়ররা। ডেনিলসন যোগ দিয়েছে বাংলাদেশের পুলিশ ক্লাবে।

তাঁর বন্ধুরা ইউরোপের নামকরা ক্লাবে রয়েছে। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে, পাউলিনিও লেভারকুসেনে, ডেভিড ওয়েসলি জুভেন্টাসে। ব্রাজিলিয়ান তারকাদের একদা সতীর্থ মনে করেন ভাগ্যের ফেরেই আজ তিনি বঙ্গদেশে। এখান থেকেই ভালো পারফর্ম করতে চান ডেনিলসন।

‘ওরা কোথায়, আর আমি…’, আক্ষেপের কথা আর ধরে রাখতে পারছিলেন না। রিও ডি জেনিরোতে জন্ম ও বেড়ে ওঠা ডেনিলসন রোলদাওয়ের। ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ দলে ভিনিসিয়াসের সঙ্গে খেলেছিলেন । বাংলাদেশে আসার আগে ছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্সে । ২০২০-২১ মরশুমে সেখানে থাকলেও বিশেষ সুযোগ পাননি। শেষে ভাগ্য ফেরাতে আলোচনা করেছিলেন পরিবারের সঙ্গে। ততক্ষণে অফার চলে গিয়েছিল বাংলাদেশ থেকে। বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে পদ্মা পারে আসার সিদ্ধান্ত নেন ডেনিলসন।