কলকাতা: প্রতি বছরের মতো এবারও ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ সমাবেশ হতে চলেছে। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল। ভিড় সামাল দিতে ও শহরে যানজট (Kolkata Traffic Restriction) এড়াতে কলকাতা হাইকোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে।
হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কলকাতার রাস্তায় কোনওভাবেই যানজট হতে দেওয়া যাবে না। আদালতের সেই নির্দেশকে মান্যতা দিয়েই কলকাতা পুলিশ বড়সড় প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই লালবাজারের তরফে একটি বিস্তারিত ট্র্যাফিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
কোন রাস্তাগুলি বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে?
২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের উপর বিধিনিষেধ জারি থাকবে। এই তালিকায় আছে—
আর্মহার্স্ট স্ট্রিট
বিধান সরণি
কলেজ স্ট্রিট
বিবি গাঙ্গুলি স্ট্রিট
বেন্টিঙ্ক স্ট্রিট
বেবোর্ন রোড
স্ট্র্যান্ড রোড
নিউ সি আই টি রোড
রবীন্দ্র সরণি
এর পাশাপাশি নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে—
ক্যাথিড্রাল রোড
লাভার্স লেন
হসপিটাল রোড
ক্যাসুরিনা অ্যাভিনিউ
হেস্টিংস ক্রসিং এলাকা
পাশাপাশি জানানো হয়েছে, এই দিন ভোর থেকে শহরে প্রবেশ করবে না কোনও পণ্যবাহী গাড়ি। শহরের প্রবেশদ্বারে রাখা থাকবে বিশেষ নজরদারি।
সূত্রের খবর অনুযায়ী, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সাতটি বড় মিছিল ধর্মতলার সভাস্থলের দিকে এগোবে। ইতিমধ্যেই হাওড়া এবং শিয়ালদহ স্টেশন এলাকায় জমতে শুরু করেছে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক। দক্ষিণবঙ্গ থেকে যেমন নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে দলীয় কর্মীরা আসছেন, তেমনই উত্তরবঙ্গ থেকেও ট্রেনে করে সমর্থকরা আসছেন শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি মিছিলকে নির্দিষ্ট রুট ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রাখা থাকবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও RAF বাহিনী।
শুক্রবার আদালত জানিয়েছে, শহরে সাধারণ মানুষের যাতায়াত ও জরুরি পরিষেবার স্বার্থে নির্দিষ্ট সময়ে (সকাল ৯টা থেকে ১১টা) যেন কোনও যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এই নির্দেশ অমান্য হলে পুলিশকে জবাবদিহি করতে হবে। ফলে পুলিশ এবারে কোনও ঝুঁকি নিতে নারাজ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরবাসীকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে—
২১ জুলাই জরুরি প্রয়োজনে ছাড়া শহরে বের না হওয়াই শ্রেয়
বিশেষ করে ধর্মতলা, এসপ্ল্যানেড, শিয়ালদহ ও হাওড়া এলাকার দিক এড়িয়ে চলুন
অফিসগামীদের সকাল ৯টার আগেই যাত্রা শেষ করার আহ্বান জানানো হয়েছে
পরিশেষে, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে বড় জমায়েত হওয়ায় শহরজুড়ে যানজটের সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে হাইকোর্টের নির্দেশ মেনে এবং কলকাতা পুলিশের ট্র্যাফিক পরিকল্পনা অনুযায়ী চললে শহরবাসী কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।