অনলাইনে মিলছে সিএফএল ডার্বির টিকিট, কোথায় পাবেন?

এবারের কলকাতা ফুটবল লিগে‌ (Calcutta Football League) খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতবারের মতো এবার ও জয়ের ধারা বজায় রেখে খেতাব জয়ের অন্যতম…

Where to Buy Calcutta Football League Derby Tickets Online in 2025

এবারের কলকাতা ফুটবল লিগে‌ (Calcutta Football League) খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতবারের মতো এবার ও জয়ের ধারা বজায় রেখে খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসার লক্ষ্য থাকলেও ধাক্কা খেতে হচ্ছে বারংবার। শেষ সিজনে আন ব্রিটেন থাকার পর এবার প্রথম ম্যাচে মেসার্স ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল দল। তারপরে দুইটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল ময়দানের এই প্রধান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও গত ম্যাচে ধাক্কা খেতে হয় মামনী পাঠচক্রের বিরুদ্ধে। একটি মাত্র গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল।

যারফলে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। গত বছর দাপটের সাথে একের পর এক ম্যাচে জয় সুনিশ্চিত করা সম্ভব হলেও এবার যেন ভোল পাল্টে গিয়েছে দলের। যা অবাক করছে সকলকে।অন্যদিকে, টুর্নামেন্টে প্রথম ম্যাচেই পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে একটি গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ডেগি কার্ডোজোর মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে ক্ষোভ ফেঁটে পড়েছিল সমর্থকরা। তবে সেই হতাশা কাটিয়ে অনায়াসেই জয়ের সরণীতে ফিরে আসে সবুজ-মেরুন ব্রিগেড।

   
Calcutta Football League , Kolkata Derby,CFL,tickets online East Bengal,Mohun Bagan
Where to Buy Calcutta Football League Derby Tickets Online in 2025

বর্তমানে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান শিবির। গত ম্যাচে ও অনায়াসেই জয় পেয়েছিল বাগান ফুটবলাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচ খেলতে নামবে ডেগি কার্ডোজোর ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে। ম্যাচটা কঠিন হলেও বর্তমানে দলের যা পারফরম্যান্স তাতে জয় পাওয়ার কিছুটা হলেও সহজ হবে মেরিনার্সদের কাছে। অন্যদিকে, পাঠচক্রের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর ডার্বি ম্যাচকেই পাখির চোখ করছেন বিনো জর্জ। হিসাব অনুযায়ী ১৯শে জুলাই এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও নানা বিধ সমস্যার দরুন পিছিয়ে দেওয়া হয় সেটি।

Advertisements

নয়া তারিখ অনুযায়ী আগামী ২৩শে জুলাই আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রধান। তবে গত কয়েক দিন ধরেই এই ম্যাচের টিকিট সংগ্রহ করা নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয় টিকিটের সম্পূর্ণ বিষয় বিবরণী। অবশেষে শনিবার রাত থেকে অনলাইনে শুরু হল টিকিট বিক্রি। এক্ষেত্রে অনলাইন ওয়েব সাইট ডিস্ট্রিক্ট ডট ইনে মিলবে উভয় দলের টিকিট। এক্ষেত্রে ধার্য করা হয়েছে নূন্যতম ১৫০ টাকা।