চোটে অর্শদীপ থেকে বিশ্রামে বুমরাহ! গম্ভীরকে এই বোলার খেলানোর পরামর্শ প্রাক্তনীর

ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) আগে সবচেয়ে বড় প্রশ্ন খেলবেন কি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে এখন ১–২ পিছিয়ে ভারতীয় দল…

Indian Cricket Team fast bowler Jasprit Bumrah like to play all match of India vs England Test Series

ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) আগে সবচেয়ে বড় প্রশ্ন খেলবেন কি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে এখন ১–২ পিছিয়ে ভারতীয় দল (Indian Cricket Team)। তাই ম্যাঞ্চেস্টার টেস্ট ভারতের জন্য কার্যত ‘ডু অর ডাই’। এই টেস্টে হার মানেই সিরিজ হাতছাড়া। ঠিক এই অবস্থানেই টিম ম্যানেজমেন্টের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বুমরাহ ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’। কারণ আগেই ঠিক ছিল, পাঁচ ম্যাচের মধ্যে তিনটির বেশি খেলানো হবে না তাঁকে। ইতিমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছেন ভারতীয় তারকা পেসার। ফলে এই সিদ্ধান্তে এখন ফের ভাবনাচিন্তা শুরু হয়েছে।

এই আবহেই মুখ খুলেছেন ভারতের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁর সাফ কথা, যদি বুমরাহকে বিশ্রামেই রাখা হয়, তাহলে জায়গা দেওয়া হোক বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। রাহানের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে একজন বাঁহাতি পেসার খুব গুরুত্বপূর্ণ। বল সুইং করানোর পাশাপাশি অ্যাঙ্গেল ব্যবহার করে স্পিনারদের সাহায্য করার জন্য সুবিধা করতে পারেন। তিনি বলেন, ‘বুমরাহ না খেললে সেরা বিকল্প অর্শদীপ। ওর বল সুইং করানোর ক্ষমতা রয়েছে। লাল বলে যদিও এখনও অভিষেক হয়নি, তবে টি২০তে ওর পারফরম্যান্স চোখে পড়ার মতো।’

   

প্রসঙ্গত, অর্শদীপ সিং এখনও ভারতের হয়ে কোনও টেস্ট খেলেননি। এবারই প্রথম লাল বলের দলে ডাক পেয়েছেন। তবে ৬৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯টি উইকেট নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। তবে তার মধ্যেই অনুশীলনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় চোট পান অর্শদীপ। জানা যাচ্ছে, নেটে বল করার সময় সাই সুদর্শনের একটি শট থামাতে গিয়ে তাঁর আঙুলে চোট লাগে। সহকারী কোচ রায়ান টেন ডেসক্যাট জানিয়েছেন, ‘চোটের জায়গায় কেটে গিয়েছে। মেডিক্যাল টিম বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজন হলে সেলাইও পড়তে পারে।’

চোট পাওয়ার পরে নেটে বল করলেও ব্যাটিং অনুশীলন করতে পারেননি অর্শদীপ। এমনকী অনুশীলনের সময় শুভমন গিলকে বলতে শোনা যায়, ‘মনে হয় ও ব্যাট করতে পারবে না। হাতে চোট রয়েছে।’ ফলে এখনো অর্শদীপের খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে রাহানে আরেকটি নাম তুলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। উইকেটের চরিত্র বিচার করে তাঁর মতে, ‘শেষ তিনটি টেস্টে উইকেট পরের দিকে স্পিনারদের সাহায্য করেছে। যদি ম্যাঞ্চেস্টারেও তেমন কিছু দেখা যায়, তাহলে কুলদীপকে খেলানো উচিত। আমরা ব্যাটিংয়ে ভালো করছি। ২০–৩০ রান কম হলেও চলবে। দরকার উইকেট টেকিং বোলার। সবসময় পেসারদের উপর নির্ভর করা যাবে না।’

Advertisements

এদিকে টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। সপ্তাহ শেষে হালকা অনুশীলনে নামেন ক্রিকেটাররা। প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ কিছুক্ষণ বোলিং করেন। অন্যদিকে ঋষভ পন্থ নেটে না গিয়ে জিমে সময় কাটান। তাঁর সঙ্গে ছিলেন বুমরাহ এবং মহম্মদ সিরাজ। মূলত চাপ কমাতে এই দুই সিনিয়র জোরে বোলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বল করেননি আকাশদীপও।

এই মুহূর্তে ভারতীয় শিবিরের পরিবেশ অবশ্য অনেকটাই হালকা। লর্ডসে হারের ধাক্কা কাটিয়ে ক্রিকেটারদের মধ্যে দেখা গিয়েছে স্বাভাবিকতা। অনুশীলনের ফাঁকে মজাও করছেন তাঁরা। কিন্তু পাশাপাশি চলছে কড়া পরিকল্পনা—ম্যাঞ্চেস্টার টেস্টে জিততেই হবে। সেই লড়াইয়ে বুমরাহ থাকবেন কি না, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি তিনি না থাকেন, তবে বদলি হিসেবে কাকে বেছে নেবে ভারত—অর্শদীপ, প্রসিদ্ধ না কুলদীপ? সময়ই দেবে তার উত্তর।

Ajinkya Rahane suggest to Indian Cricket Team coach Gautam Gambhir for select Kuldeep Yadav in Manchester Test