ইংল্যান্ডের (England) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তাই আসন্ন চতুর্থ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শুভমন গিলদের (Shubman Gill) জন্য। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে (Manchester Test) শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচে জয় তুলতে না পারলে সিরিজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে নতুন করে দল গোছাতে মাঠে নামতে পারে বিসিসিআই (BCCI)। সেই মতো দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন করার সম্ভবনা রয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে দলে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
সূত্র অনুযায়ী, টপ অর্ডারে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া করুন নায়ার (Karun Nair) পরিবর্তে রাহানেকে নেওয়া হতে পারে। টেস্ট অভিজ্ঞতায় ভরপুর এই ডানহাতি ব্যাটসম্যান শেষবার ভারতের জার্সিতে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাঁর ঝুলিতে রয়েছে ৮৫টি টেস্ট ম্যাচে ৫০৭৭ রান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ফের একবার জাতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাহানে থাকলে মিডল অর্ডার অনেক বেশি স্থিতিশীল হবে এবং চাপের মধ্যে থেকেও দলকে সামলানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। তরুণ অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) জন্যও এটি বড় সহায়ক হতে পারে।
নতুন সিজনের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাহাল
ঋষভ পান্থের চোট, দলে নতুন উইকেটকিপার?
তৃতীয় টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও উইকেটকিপিং করার সময় চোট পান ঋষভ পান্থ (Rishabh Pant)। তাঁর আঙুলের চোট গুরুতর হওয়ায় চতুর্থ টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় উইকেটকিপার হিসেবে দলে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরন বা ধ্রুব জুরেল। দুজনেই স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও পান্থের বিকল্প হিসেবে তাঁদের মধ্যে একজনকে মূল স্কোয়াডে নেওয়া হতে পারে।
চতুর্থ টেস্টের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন উঠতি পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। সাই সুদর্শনের মারা একটি বল আটকাতে গিয়ে হাতে চোট পান তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোট গুরুতর না হলেও তাঁকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়নি। অন্যদিকে দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচে। ফলে পেস আক্রমণে ভরসা হতে চলেছেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর।
ম্যাঞ্চেস্টারে হতে চলা চতুর্থ টেস্ট ভারতের জন্য কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলে সিরিজ হেরে যাবে গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। তাই রাহানের অভিজ্ঞতা, নতুনদের উদ্যম এবং গম্ভীরের কৌশলগত দল নির্বাচন ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে।
BCCI like to add Ajinkya Rahane to Indian Cricket Team squad against England ahead of Manchester Test