সংশয় দেখা দিয়েছে কিয়ান নাসিররিকে ঘিরে। আগামী মরশুমে তিনি এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) না-ও খেলতে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। খবরে প্রকাশ, নতুন মরশুমের আগে নিজের দাবি-দাওয়া বাড়িয়ে দিয়েছেন কিয়ান।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে প্রচারের আলোকে এসেছিলেন কিয়ান নাসিরি। ২০ বছর বয়সী কিয়ানের ফুটবল সম্পর্কিত বিষয়গুলি দেখেন তাঁর বাবা জামশিদ নাসিরি।
জানা গিয়েছে যে এটিকে মোহন বাগানের পক্ষ থেকে চুক্তিপত্র পাঠানো হয়েছিল কিয়ানের কাছে। কিন্তু তাতে নাকি এখনও সই হয়নি। নাসিরি নিজের আর্থিক দাবি বাড়িয়েছেন। বাগান ম্যানেজমেন্ট সেই চাহিদা মেটাতে খুব একটা আগ্রহী নয় বলেই মনে করা হচ্ছে। ফলে পরের মরশুমে কিয়ান যে সবুজ মেরুন জার্সিতেই মাঠে নামবেন এমন নিশ্চয়তা এখনই নেই।