Sports News: ভারতের বড় ম্যাচ নিয়ে যেন ছেলেখেলা, শেষ মুহূর্তে এল খারাপ খবর

Sports News: ভারতের ম্যাচ শুরু হওয়ার আগে চব্বিশ ঘন্টাও বাকি নেই আর। তার আগে এল খারাপ খবর। টেলিভিশনে দেখানো হবে না ভারতের আসন্ন আন্তর্জাতিক প্রীতি…

Sports News: ভারতের বড় ম্যাচ নিয়ে যেন ছেলেখেলা, শেষ মুহূর্তে এল খারাপ খবর

Sports News: ভারতের ম্যাচ শুরু হওয়ার আগে চব্বিশ ঘন্টাও বাকি নেই আর। তার আগে এল খারাপ খবর। টেলিভিশনে দেখানো হবে না ভারতের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বুধবার রাতে বাহরিনের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

Advertisements

মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “বাহারিন এবং বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের লাইভ টেলিকাস্ট এবং স্ট্রিম করার জন্য বাহারিন ফুটবল সংস্থার সঙ্গে কাজ করার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, সমর্থনের অভাব এবং পরবর্তী প্রযুক্তিগত সম্ভাব্যতার কারণে ভারতে ম্যাচগুলি সম্প্রচার করা সম্ভব হবে না। দু’টি ম্যাচের সম্প্রচারের দায়িত্ব আয়োজক ফেডারেশনের।

   

AIFF এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের চূড়ান্ত পর্বের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

Advertisements

বাহারিনের বিরুদ্ধে ভারতের প্রীতি ম্যাচ দেখার জন্য অপেক্ষা করে ছিলেন ফুটবল প্রেমীরা। আশা করেছিলেন জাতীয় দলের খেলা উপভোগ করবেন তাড়িয়ে তাড়িয়ে। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই হতাশা। ভারতে ম্যাচ দেখানো হবে বলে জানিয়ে দল জাতীয় ফুটবল নিয়ামক সংস্থা। যদিও এর দায় নিজেদের কাঁধে নেয়নি এআইএফএফ। গাফিলতি যে পক্ষ থেকেই হোক না কেন, বঞ্চিত হলেন ভারতের ফুটবল অনুরাগীরা।