কলকাতায় ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

Cyclone Alert in Bengal: বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ (Weather Update )। ফলে রাজ্যজুড়ে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের(Weather Update ) পূর্বাভাস…

IMD Weather Update: Depression Forms Over Bay of Bengal, Rainfall Predicted in Several South Bengal Districts During Winter

Cyclone Alert in Bengal: বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ (Weather Update )। ফলে রাজ্যজুড়ে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের(Weather Update ) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ মে নাগাদ বঙ্গোপসাগরের (Weather Update ) মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের(Weather Update ) উপরেও। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update ) জারি হয়েছে কয়েকটি জেলায়।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি সক্রিয় হওয়ার ফলে দক্ষিণবঙ্গের চারটি জেলায় – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর – ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ মে থেকে শুরু হয়ে এই বৃষ্টিপাত চলতে পারে কয়েক দিন পর্যন্ত। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি(Weather Update ) জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

   

কলকাতার আবহাওয়ার হাল(Weather Update )
নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে মহানগর কলকাতাতেও(Weather Update ) । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৭ মে থেকে শহর কলকাতায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। একইসঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এর ফলে(Weather Update ) জনজীবন কিছুটা (Weather Update ) ব্যাহত হতে পারে। যান চলাচলে সমস্যা, জলজট, ও বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতির আশঙ্কা (Weather Update ) করা হচ্ছে। তবে স্বস্তির খবর হল, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা হলেও নামবে এবং গরমের তীব্রতা কমবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কৃষকদের জন্য এই বৃষ্টিপাত কিছুটা হলেও আশার আলো জোগাবে।

Advertisements

আজকের আবহাওয়ার আপডেট(Weather Update )
আজকের দিনেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের(Weather Update ) অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়ে‌ছে। আগামীকাল এবং পরশু দুই ২৪ পরগনা(Weather Update ) দুই মেদিনীপুর ও নদিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কী করবেন সাধারণ মানুষ?
আবহাওয়া দফতর ইতিমধ্যেই (Weather Update ) সতর্কতা জারি করেছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর (Weather Update ) পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের(Weather Update ) ২৬ মে বিকেল থেকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল-কলেজগুলি বৃষ্টির দিনগুলোতে প্রয়োজনে ছুটি ঘোষণা করতে পারে।

সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েক (Weather Update ) রাজ্যের আবহাওয়া থাকবে বেশ পরিবর্তনশীল। হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক (Weather Update ) থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এই সময়ে আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়মিত দেখে চলার অনুরোধ জানানো হয়েছে।