DB exit poll: বঙ্গে বিজেপির ‘ভোট ভাগ্য’ মেলানো ‘দেশবন্ধু’ বলছে আব কি বার…

এ যেন উল্টো পথে চলা। স্রোতের বিপরীতে সাঁতার কাটা। রাজধানীর রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে ‘দেশবন্ধু এক্সিট পোল’ বা ডি বি এক্সিট পোল (DB exit poll)।…

DB exit poll

এ যেন উল্টো পথে চলা। স্রোতের বিপরীতে সাঁতার কাটা। রাজধানীর রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে ‘দেশবন্ধু এক্সিট পোল’ বা ডি বি এক্সিট পোল (DB exit poll)। দেশবন্ধু ওয়েব সংবাদমাধ্যমের জনমত সমীক্ষায় চমকে গেছে বিজেপি। তেমনই আশায় বুক বাঁধছে বিরোধী শিবির।

Advertisements

কী বলছে দেশবন্ধু ? তাদের সমীক্ষায় উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা নামুমকিন (অসম্ভব)। লখনউতে অখিলেশ সিং ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলেই জানাচ্ছে এই সমীক্ষা।

   

দেশবন্ধু সমীক্ষা নিয়ে বিজেপি সরগরম। কারণ, গত কয়েকটি ভোটের পর এদের সমীক্ষা ও ঘোষিত ফলাফলের ফারাক খুবই কম। তাৎপর্যপূর্ণ, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল। ভোট পরবর্তী সমীক্ষার দেশবন্ধু এক্সিট পোল জানিয়েছিল, ৭০ থেকে ৭৭টি আসন পাবে বিজেপি। কোনওভাবেই সরকার গঠন করা সম্ভব নয়। ফলাফল বলেছে, এই সমীক্ষা মিলেছে। সত্তরের ঘরেই আটকে যায় বিজেপি। তৃণমূল কংগ্রেস জয়ী হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে বিজেপির অভ্যন্তরীণ ‘আশা’ ছিল এবার সরকার। এমনকি দল সরকারে বসলেই কে কোন পদ নেবেন তা নিয়ে চলত দলীয় দফতরে দীর্ঘ আলোচনা। পরবর্তী সময়ে এই সব তথ্য বিভিন্ন বিক্ষুব্ধ ‘আদি’ বিজেপি নেতারা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তাই দেশবন্ধু এক্সিট পোল দেখে ভড়কে যাচ্ছেন। চিন্তিত জাতীয় নেতৃত্ব। প্রায় সব সমীক্ষার বিপরীতে গিয়েছে ডিবি এক্সিট পোল। একেবারেই উল্টো হিসেব দিয়েছে তারা। তাদের হিসেবে, উত্তর প্রদেশে কমবেশি ১৫০টি আসন পাবে বিজেপি। ২৪৪টি আসন পাচ্ছে সমাজবাদী পার্টি।

দেশবন্ধু আরও জানাচ্ছে, ৭০ আসনের উত্তরাখণ্ডে কংগ্রেস একাই ৪০ থেকে ৪৬টি পাবে। বিজেপি ২০-২২টি। পাঞ্জাবে কংগ্রেস সরকার ধরে রাখবে। মণিপুরেও কংগ্রেসের সরকার হবে। গোয়াতে কংগ্রেসের পাল্লা ভারি তবে হাড্ডাহাড্ডি লড়াই করবে বিজেপি।