নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর পথে এক ধাপ এগিয়েছে দুই দেশ। তার পর এই প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বিশেষভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেন৷ রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকটা সময় ব্যয় করেছেন মোদী-সহ অন্যান্য রাষ্ট্রনেতারা।
বৃহস্পতিবার ক্রেমলিনে অনুষ্ঠিত ও ইসাংবাদিক সম্মেলনে পুতিন আরও বলেন, ‘‘আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি৷ তবে অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগিয়ে যেতে হবে এবং যুদ্ধের মূল কারণগুলো নিরসনে সহায়তা করতে হবে।’’ তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকেও সাধুবাদ জানিয়ে বললেন, “ট্রাম্পের চিন্তাভাবনা সঠিক এবং আমরা এটি সমর্থন করি। তবে কিছু বিষয় নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে। শীঘ্রই আমরা ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব।”
পুতিন আরও জানান, যুদ্ধ থামাতে একাধিক রাষ্ট্রনেতা যেমন ভারত, চিন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কথায়, “ইউক্রেন সমস্যা সমাধানে ট্রাম্পের উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের চেয়ারম্যান শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার প্রতিও আমরা ধন্যবাদ জানাই। তাঁরা সকলে যুদ্ধ থামাতে অমূল্য সময় ও প্রচেষ্টা ব্যয় করেছেন, হিংসা থামানোর লক্ষ্যে তাদের মহৎ কাজের জন্য আমরা তাঁদের প্রশংসা করি।”
এই মন্তব্যের মাধ্যমে পুতিন রাশিয়ার যুদ্ধবিরতির ইচ্ছা ও শান্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, তবে এই প্রক্রিয়ায় আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।