Urfi Javed: অন্যরূপে উরফি

খোলামেলা পোশাক অথবা উন্মুক্ত শরীর ছাড়া দেখাই যায় না উরফি জাভেদকে (Urfi Javed)। কারণ কাটাছেড়া পোশাকের জন্যই তিনি সর্বদা শিরোনামে থাকেন।যদিও এর জন্য জঘন্য মন্তব্যেরও…

খোলামেলা পোশাক অথবা উন্মুক্ত শরীর ছাড়া দেখাই যায় না উরফি জাভেদকে (Urfi Javed)। কারণ কাটাছেড়া পোশাকের জন্যই তিনি সর্বদা শিরোনামে থাকেন।যদিও এর জন্য জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে।প্রতিটা মুহূর্তে নিমেষে শরীরী জাদুতে ভক্তদের ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার।কিন্তু এবার আর শরীরের একাংশ উন্মুক্ত নয়,বরং লেহেঙ্গা চোলি,গা ভর্তি সোনার গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছেন উরফি।

বাড়ির পুজোয় মনের মানুষের সঙ্গে শ্রাবন্তী

   

লাইমলাইটে থাকতে ঠিক যা যা করণীয়,তার কোনও কিছুই তিনি বাদ রাখতে রাজি নন।উরফি এবার লেহেঙ্গার সঙ্গে ম্যাচ করেই গয়না পরে সেজেছিলেন।উরফির এই বেশ দেখে সকলের মনে একটাই প্রশ্ন,হঠাৎ কী হল উরফির?জানা গেছে,নয়া ফোটোশ্যুটের জন্যই উরফির এই ভোলবদল।