আজ শুরু মাধ্যমিক, একাধিক এলাকায় থাকবে না ইন্টারনেট

করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছু। মহামারীর কারণে গত বছর হয়নি পরীক্ষা। এ বছরও মাধ্যমিক হওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে পরীক্ষার…

আজ শুরু মাধ্যমিক, একাধিক এলাকায় থাকবে না ইন্টারনেট

করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছু। মহামারীর কারণে গত বছর হয়নি পরীক্ষা। এ বছরও মাধ্যমিক হওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে পরীক্ষার হলে ফিরছে পরীক্ষার্থীরা।

সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম পত্র বাংলা দিয়ে শুরু হচ্ছে মাধ্যমিক। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে ছাত্রী রয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন এবং ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন।

   

করোনার কারণে বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। ২০২২-এ মোট ৮ হাজার ১৫৪ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবারে প্রায় ৫০ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক। পরীক্ষার সময় কোনও রকম অশান্তি ঠেকাতে গত মাস থেকেই চালু করা হয়েছে কন্ট্রোল রুম। প্রতিটি স্কুলে থাকবে আইসোলেশন রুম। বেলা ১২ টা দিয়ে শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ৩ টেয়।

এছাড়া, পরীক্ষার দিনগুলিতে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্ধ থাকবে নেট পরিষেবা। বিশেষত যেখানে টুকলির প্রবণতা বেশি। ২০২০ সালে পরীক্ষা শুরুর আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আজ সোমবার থেকে পরের সপ্তাহের বুধবার পর্যন্ত ওই এলাকাগুলিতে পরীক্ষার সময়টুকু থাকবে না ইন্টারনেট। তবে বৃহস্পতি ও রবিবার স্বাভাবিক পরিষেবা থাকবে স্বাভাবিক। কারণ ওই ২ দিন পরীক্ষা বন্ধ থাকবে।

এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত।