আচমকাই ক্লাব ছেড়েছেন জাহু, সিদ্ধান্ত জানিয়ে দিল ওডিশা

গতবারের মতো এবারও সার্জিও লোবেরার উপরেই ভরসা রেখেছে ওডিশা এফসি (Odisha FC)। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে…

Ahmed Jahou Leaves Odisha FC

গতবারের মতো এবারও সার্জিও লোবেরার উপরেই ভরসা রেখেছে ওডিশা এফসি (Odisha FC)। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল ওডিশা এফসি। যারফলে প্রথমদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। বর্তমানে ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে হুগো বুমোসরা।

   

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ভালো ফলাফল করতে হবে সার্জিও লোবেরার ছেলেদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী রবিবার সন্ধ্যায় সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতবারের শিল্ড জয়ীদের বিপক্ষে খেলতে নামবে দল। একদিকে যেমন আইএসএলের প্লে-অফে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়বে ওডিশা অন্যদিকে ঠিক তেমনভাবেই শিল্ড নিশ্চিত করার হাতছানি সবুজ-মেরুনের কাছে। এসবের মাঝেই সকলকে অবাক করে ক্লাব ছেড়েছেন আহমেদ জাহু।

ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়েছে ওডিশা এফসি ম্যানেজমেন্ট। সেখানে আহমেদ জাহুর ছবি আপলোড করে লেখা হয়, ” আহমেদ জাহু ক্লাবকে কোনও কারণ বা তথ্য না দিয়েই একতরফাভাবে ক্লাব ত্যাগ করেছেন। ক্লাব এটিকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে। সেইসাথে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরে আরও বিশদ জানানো হবে।” অর্থাৎ এই মরোক্কান তারকাকে নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে সুপার কাপ জয়ী এই ফুটবল ক্লাব। বিগত কয়েক বছর ধরেই আইএসএলে নিজের জাত চিনিয়ে আসছেন আহমেদ জাহু।

গোয়া থেকে শুরু করে পরবর্তীতে মুম্বাই সিটি এফসি হোক কিংবা ওডিশা এফসি। প্রত্যেক ক্ষেত্রেই নিজের জাত চিনিয়ে আসছেন এই হাইপ্রোফাইল ফুটবলার। গতবারের পর এই মরসুমে ও তাঁর পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। কিন্তু এমন হঠকারী সিদ্ধান্ত একেবারেই চমকে দিয়েছে সকলকে।