ধারাবাহিকভাবে দল গঠন করার কাজ চালিয়ে যাচ্ছে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers FC)। সম্প্রতি উদীয়মান এক ভারতীয় ডিফেন্ডারকে তারা দলে নিয়েছে। সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্লাবের সমর্থকরা।
ভারতীয় ফুটবল আঙিনায় অন্যতম উঠতি প্রতিভাধর ডিফেন্ডার নিশ্চল চন্দন। নতুন মরসুমের জন্য তাকে দলে নিয়েছে চার্চিল ব্রাদার্স। ২৪ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে খেলেছেন ভারতের একাধিক নামকরা ক্লাবে। নিশ্চল এর আগে যুক্ত ছিলেন মিনার্ভা পাঞ্জাব, টেকট্রো স্বদেশ, সুদেভা দিল্লির মতো দেশের নামকরা ক্লাবের সঙ্গে। চার্চিলের হয়ে ভালো খেলার ব্যাপারে আশাবাদী নিশ্চল চন্দন নিজেও।
চন্ডিগড়ের এই ফুটবলার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “আসন্ন মরসুমের জন্য আমি চার্চিল ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাব ম্যানেজমেন্ট এবং কোচ ধন্যবাদ জানাতে চায়। নতুন মরসুম শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করবো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।”
চার্চিল ব্রাদার্স তাদের ফেসবুক পেজ থেকে সই সংক্রান্ত খবরগুলো দিয়ে থাকে। সেখানে তারা চন্দনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “প্রথম দেখাতেই এই ছেলেটাকে আমাদের ভালো লেগেছিল। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ওর মধ্যে। আমাদের ক্লাবের জার্সি গায়ে তোলার ব্যাপারে ও আদর্শ। সবাইকে সব কিছু শেখাতে হয় না। কিছু জিনিস হয় ঈশ্বর প্রদত্ত।”