পাঞ্জাব এফসিকে পরাজিত করে গত বছর শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেখান থেকেই নতুন বছর শুরু করেছে ময়দানের এই প্রধান। জানুয়ারির প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করে দুর্বল হায়দরাবাদ এফসিকে। তারপর সেই ধারা বজায় রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জয়। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। তারপর কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ-মেরুনের। প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসিকে পুনরায় পরাজিত করার পর গত ম্যাচেই তাঁরা আটকে দেয় কোয়ামি পেপরাদের কেরালা ব্লাস্টার্সকে।
এই জয়ের ফলে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের থেকে আর মাত্র এক পা দূরে মেরিনার্সরা। আগামী ২৩ শে ফেব্রুয়ারি আইএসএলের হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিরুদ্ধে। যেদিকে তাকিয়ে রয়েছে আপামর বাগান জনতা। বলাবাহুল্য, সময় যত এগোচ্ছে ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছেন দলের ফুটবলাররা। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন হোক কিংবা স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। গোল করাটা যেন অভ্যাসে পরিনত হয়েছে এই দুই তারকার। এছাড়াও খুব একটা পিছিয়ে নেই বাগান অধিনায়ক শুভাশিস বসু।
স্বাভাবিকভাবেই দেশের এই প্রথম ডিভিশন লিগের টিম অফ দ্যা উইকে স্থান করে নিয়েছেন বাগানের একাধিক ফুটবলার। ঘন্টা কয়েক আগেই আইএসএলের অফিসিয়াল সাইট থেকে প্রকাশিত হয় সেই তালিকা। যেখানে মোহনবাগানের পাশাপাশি স্থান পেয়েছেন পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের ও এক ফুটবলার। মোহনবাগান থেকে রয়েছেন অধিনায়ক শুভাশিস বসু, স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ এবং অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। অপরদিকে, লাল-হলুদ থেকে রয়েছেন উইঙ্গার নাওরেম মহেশ সিং।
এছাড়াও এই তালিকায় স্থান পেয়েছেন মোহনবাগানের এক প্রাক্তন ফুটবলার। তিনি হুগো বুমোস। ইকের গ্যারেক্সোনা ও বরিস সিংয়ের মতো ফুটবলারদের পাশাপাশি স্থান করে নিয়েছেন ওডিশা এফসির এই মরোক্কান তারকা। সেইসাথে সেরা কোচ হিসেবে রয়েছেন মানোলো মার্কুয়েজ।