নয়া আইলিগ মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই আত্মবিশ্বাস। পর পর টানা দুইটি ম্যাচে পরাজিত হয় আইলিগের এই ফুটবল ক্লাব। নাস্তানাবুদ হতে হয় শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছে। যদিও সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসে রাজস্থান ইউনাইটেড। গত ম্যাচে বিরাট বড় ব্যবধানে তাঁরা পরাজিত করেছে গোয়ার ডেম্পো স্পোর্টস ক্লাবকে।
অ্যাওয়ে ম্যাচে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। আগামী বৃহস্পতিবার আইলিগের হোম ম্যাচে শক্তিশালী আইজল এফসির বিপক্ষে খেলতে নামবে ওয়াল্টার ক্যাপ্রিলের রাজস্থান। এই ম্যাচে জয় আসলে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসবে এই ফুটবল দল। বর্তমানে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান। এবার জয় আসলে তাঁরা টেক্কা দেবে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী ফুটবল ক্লাবকে। সেইদিকেই এখন নজর রয়েছে সকলের।
এসবের মাঝেই এবার এক বিদেশি ফরোয়ার্ডকে সই করানোর পরিকল্পনা রয়েছে রাজস্থান ইউনাইটেডের। তিনি মাইকল ক্যাবেরা। পূর্বে একাধিক ফুটবলারদের দিকে নজর থাকলেও এই তারকার উপরেই বিশেষ আগ্ৰহ দেখাচ্ছে রাজস্থান। বর্তমানে উরুগুয়ের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব মিরামার মিশনেসের সঙ্গে যুক্ত ছিলেন বছর আঠাশের এই ফুটবলার। মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে লেফট উইং কিংবা রাইট উইং থেকে ও অপারেট করতে পারেন নিজেকে। তাছাড়াও একটা সময় উরুগুয়ের যুব দলের হয়ে খেলেছিলেন এই তারকা। সেজন্য সবদিক মাথায় রেখেই নাকি তাঁকে পেতে চাইছে রাজস্থান।
সেক্ষেত্রে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণভাগ। যতদূর খবর, এই উরুগুয়ান তারকার সঙ্গে কথাবার্তা ও নাকি এগিয়েছে অনেকটাই। তাই শেষ পর্যন্ত তাঁকে দলে টানলে অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।