কলকাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ভরা মাঘেও উধাও শীত। পারদ পতনের জায়গায় লাফিয়ে বাড়ছে তাপমাত্রা৷ ঠাণ্ডার মেজাজ থাকলেও, তা অনেকটাই এখন ফিকে৷ আগামী ৪৮ ঘণ্টায় শীতের অনুভূতি আরও কমবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে৷ থাকবে কুয়াশার দাপট৷ এরই মধ্যে আবার বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কি এবার পাততাড়ি গুটিয়ে বাড়ির পথ ধরবে শীত? (temperature increased rain alert)
শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা temperature increased rain alert
চলতি মরশুমে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তুরে হওয়ার পথ যখন প্রশস্থ হয়েছে, তখনই কাঁটা হয়ে বিঁধেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ যা শীতের আমেজ মাটি করেছে। কনকনে ঠাণ্ডা বারবার মুখ ফিরিয়েছে৷ আগামী দুই দিনের মধ্যে আরও বাড়বে তাপমাত্রা৷
শীতের বিদায় ঘণ্টা temperature increased rain alert
মাঘের শীতে বাঘের গায়ে লাগার আগেই, বিদায় ঘণ্টা বেজে গেল শীতের৷ বেলা বাড়লে একেবারেই মালুম হচ্ছে না শীত। আবহাওয়াবিদেরা বলছেন, বর্তমান যা পরিস্থিতি, তাতে নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে রাজ্যজুড়ে কুয়াশার দাপট চলবে৷ উত্তর থেকে দক্ষিণ, সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে৷ শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। আগামিকাল, অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দক্ষিণবঙ্গের নয় জেলায় কুয়াশা দেখা যাবে৷
উত্তরে বৃষ্টি
দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে৷ দার্জিলিং-এর পাহাড়ে তুষারপাতও হতে পারে৷ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে৷ রবিবার থেকে পারদ কিছুটা নামলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে৷
West Bengal: Western disturbances lead to temperature rise in Magh; winter fades. Alipur Weather Office predicts more warmth, fog, and rain in some districts. Will winter bid farewell soon?