Ukraine Russia: যুদ্ধে গিয়ে ফুটবল মাঠে ফের আহত রাশিয়া

রাশিয়ার (Ukraine Russia) বিরুদ্ধে একে একে নাম লেখাচ্ছে ফুটবল খেলিয়ে দেশগুলো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেই সরব হয়েছিল বিভিন্ন দেশের ফুটবলার এবং ফুটবল নিয়ামক…

Ukraine Russia: যুদ্ধে গিয়ে ফুটবল মাঠে ফের আহত রাশিয়া

রাশিয়ার (Ukraine Russia) বিরুদ্ধে একে একে নাম লেখাচ্ছে ফুটবল খেলিয়ে দেশগুলো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেই সরব হয়েছিল বিভিন্ন দেশের ফুটবলার এবং ফুটবল নিয়ামক সংস্থা। পোল্যান্ড যাদের মধ্যে অন্যতম। 

Advertisements

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। এ ব্যাপারে খোলাখুলি নিজেদের অবস্থান তারা জানিয়েছে। পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেসারে কুলেসা শনিবার টুইটারে বিষয়টি জানিয়েছেন। অ্যাসোসিয়েশন আগামী মার্চে হতে যাওয়া বিশ্বকাপের প্লে-অফের ম্যাচগুলোর ব্যাপারে সুইডিশ এবং চেক রিপাবলিকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে বলেও সামাজিক মাধ্যমে তিনি বলেছেন।

   

গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল রাশিয়া। এরপরেই সরব হয়েছিল পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। যার মধ্যে পোল্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল রাশিয়ার বিরুদ্ধে প্লে-অফের ম্যাচে তারা খেলবে না। 

Advertisements

এর আগে উয়েফার পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। ফুটবলারদের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করেছিল তারা। রাশিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ। পরিবর্তে বেছে নেওয়া হয়েছে প্যারিসের মাঠ।