PJN: মেরিনার্সদের বিরুদ্ধে মার্কো পেজাইউলির “তুরুপের তাস’ দলের তরুণ তুর্কিরা

আগামী রবিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান খেলতে নামবে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে মেরিনার্সরা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনও তিন…

আগামী রবিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান খেলতে নামবে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে মেরিনার্সরা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনও তিন নম্বরে টিকে রয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি ১৮ ম্যাচে ২৬ পয়েন্টে ছ’নম্বরে।

চলতি ISL টুর্নামেন্টে ATK মোহনবাগানকে পয়েন্ট টেবিলের প্রথম চারে জায়গা পাকা রাখতে গেলে রবিবারের ম্যাচ সহ ৩ মার্চ চেন্নাইন এফসি এবং ৭ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে জিততেই হবে।

মার্কো পেজাইউলি শনিবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মেরিনার্সদের বিরুদ্ধে গেমপ্ল্যানের ইস্যুতে জানান,” একজন দ্বিতীয় স্ট্রাইকার আসতে পারি এবং একজন মিডফিল্ডারকে ডেপুটিজ করতে পারি।” অর্থাৎ এককথায় মার্কো পেজাইউলির বেঙ্গালুরু এফসি রবিবার PJN স্টেডিয়ামে 

অ্যাটাকিং ফুটবলে ঝড় তুলে বাজিমাৎর মোটিভ নিয়েই মাঠে নামবে। ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগের তিন ভাগের দুই ভাগ খেলা হয়ে গিয়েছে।২০২১-২২ ISL সেশন শেষের দিকে।এমন সময়ে দাঁড়িয়ে বেঙ্গালুরু হেডকোচ মার্কো পেজাইউলির খেলোয়াড়দের টিমগেম নির্ভর ফুটবল বোধকে তারিফ করে মূল্যায়ন হল,”আমরা ভালো ফুটবল খেলেছি, অনেক গোল করেছি। আমাদের একটা আলাদা স্টাইল আছে, যেখানে আমরা বেশি খেলি এবং যত তাড়াতাড়ি সম্ভব বল পাওয়ার চেষ্টা করি। আমরা অনেক তরুণকেও খেলিয়েছি, যা একটি ভালো পরিবর্তন।” 

সঙ্গে BFC হেডকোচ মার্কো পেজাইউলি আরও জানান,”আমরা অনেক রকমের জিনিস তৈরি করেছি, তরুণরা, আমাদের খেলার স্টাইল এবং আমরা তা সম্পন্ন করার জন্য সঠিক পথে আছি।” অন্যদিকে, ATK মোহনবাগানের ধুরন্ধর স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দো কেরালা ব্লাস্টার্স এফসি বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে সামগ্রিক ভাবে ISL টুর্নামেন্ট প্রসঙ্গে ভবিষৎবাণী ছিল,”টুর্নামেন্টের শীর্ষস্থান এবং সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত এবং ইতিমধ্যেই মরসুমে প্রচুর টুইস্ট এবং বাঁক দেখেছে।” শনিবার ATK মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলন সেশনে ঘাম ঝড়িয়েছে এবং অনুশীলন সেশনের কয়েক মুহুর্তের ছবি টুইট পোস্ট করে ক্যাপসনে লিখেছে,”প্রতিদিন উন্নতি করার চেষ্টা করা ⚽️🏃

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL ” এই টুইট বার্তা থেকে পরিষ্কার হুয়ান ফেরান্দোর ছেলেরা নিজেদের ভুল শুধরে এখন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্টকেই ‘পাখির চোখ’ করেছে।