ফের জনরোষের মুখে উর্বশী-এনবিকে,ভাইরাল হাত ধরার ভিডিও

আবারও ট্রোলের সিকার দক্ষিণ ভারতের সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণ (এনবিকে) (Nandamuri Balakrishna) ও জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) । সম্প্রতি এক অনুষ্ঠানে তাদের উপস্থিতি সোশ্যাল…

Urvashi Rautela and Nandamuri Balakrishna's viral hand-holding video has caused an uproar on social media. The incident has sparked outrage and intense trolling from fans and netizens.

আবারও ট্রোলের সিকার দক্ষিণ ভারতের সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণ (এনবিকে) (Nandamuri Balakrishna) ও জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) । সম্প্রতি এক অনুষ্ঠানে তাদের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় এক বিশাল বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে দুই তারকার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাদের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন।

ভিডিওটিতে, উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও বালকৃষ্ণ (Nandamuri Balakrishna) একসঙ্গে একটি অনুষ্ঠানে বসে ছিলেন। ভিডিওতে দেখা যায় বালকৃষ্ণ অভিনেত্রীর পাশে বসে কথা বলছিলেন। এরপর ৬৪ বছর বয়সী অভিনেতা ধীরে ধীরে উর্বশী রাউতেলার হাত ধরে তার কানে কিছু ফিসফিস করেন। এই দৃশ্যটি দেখে নেটিজেনরা তাদের সমালোচনা শুরু করে এবং বালকৃষ্ণকে ট্রোল করতে থাকেন। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অনেকেই মনে করছেন, ৬৪ বছরের এই অভিনেতার এই ধরনের আচরণ যথেষ্ট অশালীন ছিল। এক নেটিজেন মন্তব্য করেছেন, “এটা দম্পতির মতো দেখাচ্ছে, দুজনেই হাত ধরেছে!” অন্য একজন বলেছেন, “এটা একেবারে তৃতীয় শ্রেণীর দক্ষিণী আচরণ!” কেউ কেউ বালকৃষ্ণের আচরণকে আরও কড়া ভাষায় সমালোচনা করেছেন, এমনকি একজন মন্তব্য করেছেন, “এটা ঠিক ছিল না, ম্যান যদি কথা বলতেই চান, হাত না ধরলেও সেটা করতে পারতেন!”

তবে কিছু ব্যবহারকারী এই ঘটনার বিষয়ে মজা নিচ্ছেন। একজন মজার মন্তব্যে লিখেছেন, “এত উত্তেজনা! এটা কি এক ধরনের স্ক্রিপ্ট?” এমনকি কিছু ব্যক্তি বালকৃষ্ণের বয়স এবং আচরণের কারণে তাকে “পাগল বুড়ো” বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগে উর্বশী রাউতেলা ও বালকৃষ্ণকে ‘ডাকু মহারাজ’ ছবির গান ‘দাবিদি দিবিদি’ নিয়ে ট্রোলড হতে দেখা গিয়েছিল। এই গানে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের (Nandamuri Balakrishna) নাচ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

গানটি মুক্তির কিছুক্ষণের মধ্যেই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। উর্বশী ও নন্দমুরির নাচের (vulgar dance steps) ভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। নেটিজেনরা (netizens criticism) এই ধরনের নাচ অত্যন্ত ‘অশালীন’ এবং অপ্রীতিকর অভিযোগ করেন।