ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা! শিউরে উঠল নেটাগরিকরা

রায়পুর: ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা৷ শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল নেটাগরিকরা৷ ঘটনাটি ছত্তিশগড়ের চম্পা জেলার জানজগিরের৷ সোমবার নিজের বাড়ি থেকেই ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মহত্যা করেন…

19 yr old dies on live

short-samachar

রায়পুর: ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা৷ শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল নেটাগরিকরা৷ ঘটনাটি ছত্তিশগড়ের চম্পা জেলার জানজগিরের৷ সোমবার নিজের বাড়ি থেকেই ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মহত্যা করেন ১৯ বছরের সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর অঙ্কুর নাথ। বৃহস্পতিবার এই ভয়াবহ ঘটনাটি সামনে আসে। (19 yr old dies on live)

   

২১ জন দেখল লাইভ 19 yr old dies on live

অন্তত ২১ জন ফলোয়ার লাইভে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিলেন৷ তাঁদের মধ্যে কয়েকজন অঙ্কুরের বাড়ির কাছাকাছি থাকতেন৷ তাঁরা অঙ্কুরকে বাঁচানোর চেষ্টাও করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রেমে ব্যর্থতার কারণেই অঙ্কুর এই চরম পদক্ষেপ নিয়েছিলেন। এক ফলোয়ার জানান যে, চোখের সামনে এই ঘটনা দেখে তিনি অত্যন্ত অসহায় বোধ করেছিলেন৷  কারণ তিনি অঙ্কুরের একজন ফলোয়ার ছিলেন৷ তাঁর সম্পর্কে কিছুই জানতেন না। পুলিশ জানিয়েছে, তিনিও শকের মধ্যে আছেন। অঙ্কুরের কয়েকজন বন্ধু লাইভ দেখামাত্রই তার বাড়িতে ছুটে যান এবং দেখেন, বাড়িটি ভেতর থেকে বন্ধ রয়েছে। তারা প্রতিবেশীদের সাহায্যে বাড়ি ভিতরে ঢোকেন৷ কিন্তু অঙ্কুরের ঘরে পৌঁছনোর আগেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ অঙ্কুরলা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ 

দিদির সঙ্গে থাকতেন অঙ্কুর 19 yr old dies on live

পুলিশ সূত্রে খবর, অঙ্কুরের বাবা-মা কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন৷ অঙ্কুর তাঁর দিদির সঙ্গে রায়পুর থেকে প্রায় ১৫০ কিমি দূরে নবাগড় শহরে থাকতেন৷ তাঁরা জানিয়েছেন, ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি ছিল ছেলের৷ নিয়মিত রিল এবং ভিডিয়ো পোস্ট করতেন তিনি৷ এই মর্মান্তিক ঘটনায় অঙ্কুরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়৷

 Bharat: A 19-year-old social media content creator, Ankur Nath, tragically committed suicide during an Instagram live session in Chhattisgarh. 21 followers witnessed the shocking event. Police believe heartbreak may have driven this extreme act of despair.