Ukraine Crisis: পরিস্থিতি আরও জটিল, ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার

ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা করল রাশিয়া। দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভোরে পূর্ব ইউক্রেনে”সামরিক অভিযান”-এ কথা ঘোষণা করেন। পুতিনের বক্তব্য, ইউক্রেন তাঁদের হুমকি দিয়েছে, তার…

Ukraine Crisis: পরিস্থিতি আরও জটিল, ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার

ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা করল রাশিয়া। দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভোরে পূর্ব ইউক্রেনে”সামরিক অভিযান”-এ কথা ঘোষণা করেন। পুতিনের বক্তব্য, ইউক্রেন তাঁদের হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে “নিরস্ত্রীকরণ”-এ লক্ষ্যেই তাঁদের এই অভিযান। যদিও ইউক্রেনের তরফে হুমকির কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার পরিকল্পিত আগ্রাসনের শান্তিপূ্ণ সমাধানে বুধবার রাতে জরুরি বৈঠক ডাকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে মহাসচিব গুতেরেস পুতিনের উদ্দেশ্যে বলেন, “আপনার সৈন্যদের ইউক্রেন আক্রমণ করা থেকে বিরত করুন।” কিন্তু তাতে ফল কিছু হয়নি। সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠার লক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের সঙ্গে কথোপকথন সারতে চেয়েছলেন। কিন্তু পুতিন তাতে গুপুত্ব দেননি বলে সূত্রের খবর।

Advertisements

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়ে লন্ডনে রাশিয়ার দূতাবাসের বাইরে শতাধিক মানুষ প্রতিবাদে শামিল হন। ইউক্রেনের পতাকার পাশাপাশি সেখানে দেখা যায় জর্জিয়া ও বেলারুশের পতাকাও। সবার মুখে একটাই স্লোগান, “ইউক্রেন থেকে হাত হটাও পুতিন”।