Weather: মেঘলা আকাশ, আজ থেকেই বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে

ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে৷ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা৷ চলকে পারে শনিবার পর্যন্ত৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের বিক্ষিপ্ত এলেকায় হবে বৃষ্টি৷ কলকাতায় শুক্রবার হালকা বৃষ্টি…

ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে৷ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা৷ চলকে পারে শনিবার পর্যন্ত৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের বিক্ষিপ্ত এলেকায় হবে বৃষ্টি৷ কলকাতায় শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টি বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা ও শহরতলিতে বৃহস্পতিবার মেঘলা আকাশ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতেও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার- এই দুদিনই বৃষ্টি হতে পারে। শনিবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের উপরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জন্য স্থানীয় ভাবে মেঘ সৃষ্টি হবে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মূলত মেঘলা আকাশ হওয়ারর কারণেই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ।