বাঙালি ফুটবলারদের কারণেই নাকি এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) এতো অধঃপতন! এমনই এক রিপোর্ট সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। লাল-হলুদ জনতা বেজায় চটেছেন এই খবরে। তাঁরা পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়েছেন বাঙালিদের ঘাড়ে দোষ চাপানোর কোনো মানেই হয় না।
সংবাদ মাধ্যমের এই রিপোর্টকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নিজেদের মত প্রকাশ করেছে টর্চ বিয়ারারস নামের একটি পেজ। সামাজিক মাধ্যমে পেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ” যদি ধরেও নেওয়া হয় বাঙালি ফুটবলারদের নিতে তোলা অভিযোগ সত্যি। খেলোয়াড়রা মাঠে পারফর্ম করেননি। তাহলেও কি শ্রী সিমেন্ট হয় এড়াতে পারবে! কোম্পানির তরফেই ফুটবলার চয়ন করা হয়েছিল। শুভ ঘোষের মতো প্রতিভাবান একজনকে স্কোয়াডে নেওয়া হল। কিন্তু তাঁকে প্রথম একাদশে সুযোগই দেওয়া হল না।’
পরের পাতায় বলা হয়েছে, ‘দল, দলের সঙ্গে যুক্তদের ভালোমন্দ দেখা ম্যানেজমেন্টের কর্তব্য। আমাদের প্রাক্তন কোচ মানলো ডিয়াজ বিরক্তি প্রকাশ করেছিলেন। গোয়ায় ফুটবলার এবং কোচিং স্টাফদের যে ফেসিলিটি দেওয়া হয়েছিল তাতে তিনি মোটেও খুশি হতে পারেননি।’
এর কিছু পরে আরও যুক্তি, ‘ স্টাফ সজ গোটা দলটাই শ্রী সিমেন্ট দ্বারা নিযুক্ত। কোন পেশাদার ফুটবল ম্যানেজমেন্ট নিজের ফুটবলারদের অভিযুক্ত করে?’