বৃহস্পতিবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব তাঁবুতে হবে ভোজের আয়োজন। বাংলাদেশ থেকে আসবেন বিশেষ অতিথি। যিনি বিশ্ব প্রসিদ্ধ বসুন্ধরা গ্রুপের (Bashundhara Group) ম্যানেজিং ডিরেক্টর। তাঁর আগমনী বার্তায় লাল-হলুদের আগামী দিনের ইনভেস্টর জল্পনা জোর পেয়েছে নতুন করে।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল ক্লাবের প্রেস বিজ্ঞপ্তি। এরপর থেকেই শুরু হয় জল্পনা। তবে কি বাংলাদেশের বসুন্ধরা বিনিয়োগ করবে ইস্টবেঙ্গলে? উৎসাহী সমর্থরা প্রশ্ন করেছেন পেজে। অ্যাডমিন উত্তর দিয়েছেন ।
টুইটারে টর্চ বিয়ারারস নামের একটি পেজের পোস্টে কমেন্ট করা হয়েছে অংশুমান দাশগুপ্ত নামের একটি প্রোফাইল থেকে। উৎসাহীর প্রশ্ন, ” ৩টে আছে আর একটা হবে নাকি?” উত্তরে পেজের তরফে বলা হয়েছে, ” হতেই পারে, অপেক্ষা করতে হবে !!”
ওপার বাংলার ফুটবলে বসুন্ধরা গোষ্ঠীর বিনিয়োগ রয়েছে। একাধিক ক্লাবে কোম্পানির বিনিয়োগ রয়েছে বলে জানা গিয়েছে। বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব নামকরা। এছাড়াও একাধিক বিনিয়োগ রয়েছে সংস্থার। তাই অংশুমান দাশগুপ্তর প্রশ্ন ছিল ” ৩টে আছে আর একটা হবে নাকি?” সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি পেজের উত্তরদাতা।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে লেখা, ” আগামী ২৪ শে ফেব্রুয়ারী ২০২২, সকাল ১০.৩০ টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বাংলাদেশের এক বিশিষ্ট ক্রীড়াপ্রেমী শেখ রাসেল ক্রীড়াচক্র ফুটবল ক্লাবের কর্ণধার জনাব সায়েম সোবহন আনভীর কে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।” বিজ্ঞপ্তির শেষে লেখা রয়েছে, ” অনুষ্ঠান পরবর্তী মধ্যাহ্ন ভোজে আপনার আমন্ত্রণ রইল “।