‘এস্ট্রোটার্ফে’র বদলে ঘাসের মাঠে আয়োজিত হচ্ছে কলকাতা Hockey লিগ

বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের ছাতার তলায় বেঙ্গল হকি (Hockey) এসোসিয়েশন কলকাতা হকি লিগ টুর্নামেন্টের আয়োজক। মঙ্গলবার রাজ্যের এই হকি লিগে ইস্টবেঙ্গল ক্লাব দুপুর ৩.১৫ মিনিটে মুখোমুখি…

বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের ছাতার তলায় বেঙ্গল হকি (Hockey) এসোসিয়েশন কলকাতা হকি লিগ টুর্নামেন্টের আয়োজক। মঙ্গলবার রাজ্যের এই হকি লিগে ইস্টবেঙ্গল ক্লাব দুপুর ৩.১৫ মিনিটে মুখোমুখি হবে খালসা ব্ল’স, লিগের এই খেলা হবে এস্ট্রোটার্ফ হীন ইস্টবেঙ্গল মাঠে।

আন্তজার্তিক পর্যায়ে যেকোন হকি টুর্নামেন্ট হোক কিংবা হকি বিশ্বকাপ আয়োজিত হয় এস্ট্রোটার্ফে। অথচ কলকাতা হকি লিগের ইস্টবেঙ্গল বনাম খালসা ব্ল’স ম্যাচে মঙ্গলবার বল গড়াতে চলেছে এস্ট্রোটার্ফ হীন,ঘাসের মাঠে। আন্তজার্তিক পর্যায়ে ভারতীয় হকি দলকে এস্ট্রোটার্ফে প্রতিপক্ষের বিরুদ্ধে হকি স্টিক হাতে নিয়ে পারফর্ম করতে হয়।আর ভারতের কলকাতা হকি লিগে ঘাসের মাঠে আয়োজিত হচ্ছে স্থানীয় হকি লিগ,যেখানে হকি খেলোয়াড়দের চোট আঘাতের সম্ভাবনাই বেশি। 

   

আন্তজার্তিক পর্যায়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় হকি টিমকে সেরা পারফর্ম করতে গেলে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। আন্তজার্তিক পর্যায়ে যেভাবে এস্ট্রোটার্ফে হকি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করা হয়, দেশের হকি লিগেও ওই

এস্ট্রোটার্ফেই স্থানীয় হকি লিগ আয়োজন করতে হবে,সময়ের চাহিদা মেনে। বর্তমানে পাওয়ার হকি পদ্ধতিতে এস্ট্রোটার্ফেই সঠিক ভাবে বল নিয়ন্ত্রণ এবং চোট আঘাতের হাত থেকে হকি খেলোয়াড়দের রক্ষা করার একমাত্র পথ।

অথচ, বেঙ্গল হকি এসোসিয়েশন মান্ধাতার আমলের ঘাসের মাঠে কলকাতা হকি লিগ আয়োজন করেছে। বেঙ্গল হকি এসোসিয়েশনের কর্মকর্তাদের নির্বুদ্ধিতার খেসারৎ দিতে হতে পারে ঘাসের মাঠে কলকাতা হকি লিগ খেলা হকি খেলোয়াড়দের। কারণ,ঘাসের মাঠে সঠিক ভাবে রোলিং করা না হলে মাঠ অসমান থাকবে। বল নিয়ে অথবা বলের পিছু ধাওয়া করতে গিয়ে উচু নীচু মাঠের জন্য হকি খেলোয়াড়দের চোট পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।সঙ্গে ঘাসের মাঠ অসমান হলে ম্যাচের সময় বল হঠাৎ করে বাউন্স নিলে হকি খেলোয়াড়দেরও চোটের একটা সম্ভাবনা এবং অসমান ঘাসের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরাটাও কঠিন কাজ হয়ে দাঁড়াবে।

এর দায় বেঙ্গল হকি এসোসিয়েশন এড়িয়ে যেতে পারে না। এখন দেখার রাজ্য সরকার যে জমি দিয়েছে বেঙ্গল হকি এসোসিয়েশনকে তা নিয়ে এসোসিয়েশন কি সিদ্ধান্ত নেয়। কারণ রাজ্য সরকারের দেওয়া হকির এস্ট্রোটার্ফ নির্মাণের জন্য জমির ইস্যু অনেক বছর ধরেই ঝুলে রয়েছে।