বলিউড হয়ে প্রজাপতি ছুয়েছে এবার রাশ্মিকা (rashmika mandanna)। বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন তিনি। রাশ্মিকার বিয়ের খবরে ম ম করছে সিনে-ইন্ডাস্ট্রি। নায়িকার প্রেমের গুঞ্জন নতুন নয়। শোনা যায়, বিজয় দেবারাকোন্ডা সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। এ বার সেই গুঞ্জনেই সিলমোহর বসাতে চলেছেন তাঁরা। তোড়জোড়ও নাকি তুঙ্গে।
‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো আদ্যোপান্ত প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয়-রশ্মিকা। বলা হয়, পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রশ্মিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই। আপাতত মুম্বইয়ে দিন কাটছে তাঁদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। গুঞ্জন, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বই এসেছেন দু’জন। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।
তবে বিয়ে, প্রেম নিয়ে সেভাবে এখনও মুখ খুলতে দেখা যায়নি রশ্মিকাকে। সম্প্রতি বিয়ের প্রশ্নে রশ্মিকা জানিয়েছেন, ‘আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত কেরিয়ারে মন দিতে চাই। তবে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়ে রশ্মিকা কিন্তু মুচকি হেসেছেন’। অন্যদিকে বিজয়ও স্পিকটি নট। গোপন কথাটি গোপনে রাখতে কোনও ত্রুটি রাখছেন না তাঁরা।