ভারত সফর করেছেন সৌদি আরবের সেনা প্রধান (India-Saudi Arabia)। ঘটনাটি ঐতিহাসিক এবং এক মাইলফলক। প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার ভারতে এসেছিলেন সৌদি আরবের সামরিক সেনা প্রধান ফাহদ বিন আবদুল্লাহ মুহাম্মদ আল-মুতাইর। তিন দিনের সফর শেষ করে বুধবার ফিরে গিয়েছেন দেশে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই প্রথম সৌদি রয়্যাল সামরিক বিভাগের প্রধান এসেছিলেন ভারত সফরে। দুই দেশের মধ্যে সমরিক সম্পর্ক আগামী দিনে মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
নয়া দিল্লিতে সৌদি সেনা প্রধান সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে। গার্ড অব অনার এর মাধ্যমে সম্মান জানানো হয়েছে সেনা প্রধানকে। জানা গিয়েছে, দুই দেশের সেনা প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা প্রসঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভারত এবং সৌদি আরবের নির্দিষ্ট কিছু বিষয়ে আগ্রহ রয়েছে। প্রতিরক্ষা, অর্থনৈতিক দিক, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবিলায় দুই দেশের লক্ষ্য একই বলে জানানো হয়েছে বিবৃতিতে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ব্যাপারেও চিন্তিত সৌদি সরকার।