ফের SSC-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রিপোর্ট তলব হাইকোর্টের

ফের গ্রুপ ডি এবং গ্রুপ সি দুর্নীতি মামলায় নয়া মোড়। আবারও দুর্নীতির অভিযোগে এসএসসির রিপোর্ট তলব করল করল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগের…

ফের গ্রুপ ডি এবং গ্রুপ সি দুর্নীতি মামলায় নয়া মোড়। আবারও দুর্নীতির অভিযোগে এসএসসির রিপোর্ট তলব করল করল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে

নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও গ্রুপ ডি ৯০ জন এবং গ্রুপ সির ৫০ জন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, যাদের মেধা তালিকায় নাম ছিল তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এদের কারোর নাম মেধা তালিকায় ছিলো না অথচ তাঁরা বাহালতবিয়াতে চাকুরী করছেন। এর পাশাপাশি গ্রুপ ডির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৪ঠা মে ২০১৯ সালে। গ্রুপ সি মেয়াদ শেষ হয়ে গিয়েছে ১৮ মে, ২০১৯ সালে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগেও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। স্কুলে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কর্মী নিয়োগের অভিযোগে মামলা হয়েছে। নিয়োগে দুর্নীতি রয়েছে কি না, সিবিআই কে তা অনুসন্ধানের দায়িত্ব দেন বিচারপতি অভিভিৎ গঙ্গোপাধ্যায়।