অবশেষে অপেক্ষার অবসান, মাসের এদিন আসছে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার

এতদিন বাদে অবশেষে ইলেকট্রিক স্কুটার প্রেমীদের জন্য সুখবল শোনাল হোন্ডা। আগামী ২৭ নভেম্বর প্রথম ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে জাপানি সংস্থাটি। সর্বপ্রথম মডেল হিসাবে Honda Activa…

Honda Activa Electric will come this day

short-samachar

এতদিন বাদে অবশেষে ইলেকট্রিক স্কুটার প্রেমীদের জন্য সুখবল শোনাল হোন্ডা। আগামী ২৭ নভেম্বর প্রথম ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে জাপানি সংস্থাটি। সর্বপ্রথম মডেল হিসাবে Honda Activa Electric-কে আনা হচ্ছে। ইতিমধ্যেই উক্ত দিনে সকলের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছে হোন্ডা (Honda)।

   

এক চার্জে চলবে 140 কিমি, বাজার তোলপাড় করতে লঞ্চ হল সস্তার ই-বাইক

এখন সবার প্রশ্ন কেমন হবে এই ইলেকট্রিক স্কুটি? বহু দিন ধরেই এই মজেলের নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে হোন্ডা। সর্বসাধারণের জন্য স্কুটারটি আনা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ দাম হাতের নাগালের মধ্যেই হাজির করা হতে পারে। Honda Activa Electric বাজারে Honda Activa E নামে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

এবার লাদাখ ভ্রমণ আরও সহজ, হাজির হল হোন্ডার এই অ্যাডভেঞ্চার বাইক

রিপোর্টে দাবি করা হয়েছে, Activa E ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে দেওয়া হবে একটি ফিক্সড ব্যাটারি। আবার রিমুভেবল ব্যাটারি সহ আসার সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Maruti Suzuki Dzire: সামনেই নতুন ভার্সনের লঞ্চ, তার আগে এই বিশেষ ঘোষণা করল মারুতি

চ্যাসিসের প্রসঙ্গে বললে, Honda Activa Electric এমন একটি ফ্রেমের উপর ভিত্তি করে আসবে, যেখানে ব্যাটারি এবং মোটর একসঙ্গে এঁটে যাবে। এতে থাকতে পারে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হতে পারে সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক। বাজারে এই স্কুটারের প্রতিপক্ষ হিসাবে রয়েছে TVS iQube, Ather Rizta, Ather 450X, Bajaj Chetak এবং Ola S1 রেঞ্জ।