Bappi Lahiri: রাশিয়ায় আকাশছোঁয়া ছিল বাপ্পি-দার জনপ্রিয়তা

বাংলার সীমা ছাড়িয়ে মুম্বইয়ের সঙ্গীত জগতে সাফল্যের সিঁড়ি চড়েছিলেন দুরন্ত গতিতে। তবে শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও সমান ভাবে ছিল বাপ্পিদার ক্রেজ। বিশেষ করে রাশিয়াতে…

bappi-lahiris-song-is-still-famous-in-russia

বাংলার সীমা ছাড়িয়ে মুম্বইয়ের সঙ্গীত জগতে সাফল্যের সিঁড়ি চড়েছিলেন দুরন্ত গতিতে। তবে শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও সমান ভাবে ছিল বাপ্পিদার ক্রেজ। বিশেষ করে রাশিয়াতে আকাশছোঁয়া ছিল বাপ্পি-দার  (Bappi Lahiri) জনপ্রিয়তা। ‘ডিস্কো ড্যান্সার’ ছবির গান ‘জিমি জিমি’ আজও রাশিয়ার অন্যতম জনপ্রিয় গান।

এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেছিলেন, ‘ আমি দর্শকদের উদ্দেশে একটা কথাই বলব, অস্কার পাওয়ার দু’বছর পরে আপনারা সে কথা ভুলে যাবেন। কিন্তু ২২ বছর পরেও আজও রাশিয়ায় একটাই গান চলে, ‘জিমি জিমি, আজা আজা’। একটা দেশের প্রধান গান ‘জিমি জিমি’। ওরা জানে না এটা এখনকার গান না পুরনো গান। রাশিয়ায় যদি কোনও ভারতীয় যান, তাহলে বিমানবন্দরে নেমে শুধু একটা কথাই বলতে হবে, জিমি জিমি। গান গেয়ে এর চেয়ে বড় সম্মান আর কিছু হতেই পারে না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।’

Advertisements

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু পরিচিত হন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমার সম্পর্কে বাপি লাহিড়ির মামা। ফলে ছোট থেকেই সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠেন বাপি লাহিড়ি। ৩ বছরে তবলায় হাতে খড়ি দিয়ে সঙ্গীত জীবনের শুরু৷ সেই সুরের যাত্রা ৬৯ বছরে থেমে গেল৷ প্রয়াত বাপ্পি লাহিড়ি৷ তাঁর নশ্বর শরীর না থাকলেও তাঁর সঙ্গীত থাকবে যতদিন তাঁর গানও থাকবে৷ কারণ শিল্প চিরকালীন , শিল্প কখনও থেমে থাকে না৷