সংখ্যালঘু বিরোধী কোনও কাজে মোদীকে সমর্থন করবে না নায়ডু: টিডিপি

সংখ্যালঘু বিরোধী মোদী সরকারের কোনও পদক্ষেপ সমর্থন করবে না চন্দ্রবাবু নায়ডু। সম্প্রতি কেন্দ্রের উত্থাপিত ওয়াকফ বিল (Waqf Amendment bill 2024) প্রসঙ্গে এমনটাই বললেন টিডিপি নেতা…

Chandrababu Naidu won't allow any bill that harms Muslims' interests:

সংখ্যালঘু বিরোধী মোদী সরকারের কোনও পদক্ষেপ সমর্থন করবে না চন্দ্রবাবু নায়ডু। সম্প্রতি কেন্দ্রের উত্থাপিত ওয়াকফ বিল (Waqf Amendment bill 2024) প্রসঙ্গে এমনটাই বললেন টিডিপি নেতা নবাব জান। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়েকে ক্ষতি করে এমন কিছুই সমর্থন করবেন না টিডিপি (TDP) প্রধান। রবিবার হায়দরাবাদের ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জামিয়াত- উলেমা- হিন্দের আয়োজিত সংবিধান বাঁচাও নামক একটি জনসভায় এমনটাই জানান ওই টিডিপি নেতা। 

সোমবার অপরিবর্তিত পেট্রোলের দাম, দিওয়ালির পর সারাদেশে কত জ্বালানীর দর?

   

তৃতীয়বারের জন্য জোট সরকার নিয়ে ক্ষমতায় আসার পরই ওয়াকফ (Waqf Amendment bill 2024) বিল নিয়ে সংশোধনী বিল পাশ করাতে উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narednra Modi)। কিন্তু অতীতের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় একার পক্ষে তা করা সম্ভব নয় বিজেপির (BJP)। তাই জোটসঙ্গী টিডিপি ও জেডিইউ-এর সমর্থন ছাড়া তা সম্ভব নয়। যদিও প্রথম থেকেই এই বিলের সমর্থনের জন্য অনীহা রয়েছে টিডিপির মতো এনডিএ শরিকদের।

বিহারের ভোটের আগে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে সমর্থনের আশ্বাস মেলেনি নীতীশের জেডিইউ-এর তরফেও। কারণ বিলটিকে নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা শুরু করেছে দেশের সংখ্যালঘু সংগঠনগুলি। তারমধ্যে এবার এই টিডিপি নেতার কথায় বিজেপির আরও বিড়ম্বনা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিকমহল।

Sovan chatterjee: ”মমতা সময় হলেই ফেরাবেন….”, শোভনের ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা

রবিবারের জনসভায় ওই টিডিপি নেতা বলেন, “চন্দ্রবাবুর (Chandrababu Naidu)আমলেই রাজ্যে সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থ সুনিশ্চিত হয়েছে। ধর্ম নিরপেক্ষ মানসিকতা সম্পন্ন একজান মানুষ আমদের মুখ্যমন্ত্রী। তিনি থাকতে আমাদের কোনও ক্ষতি হতে দেবেন না। একমাত্র চন্দ্রবাবুর জন্যই বিলটি জয়েন্ট পার্লামেন্টরি কমিটিতে আলোচনার জন্য পাঠানো সম্ভব হয়েছে।”

শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে ১২ জন আহত, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

গত অগস্টে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্র যাতে ‘পর্যবেক্ষণ’ করতে পারে তার জন্য ‘ওয়াকফ সংশোধনী বিল ২০২৪’ সংসদে পেশ করে কেন্দ্র। কিন্তু ওই বিলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ অক্ষুন্ন হতে পারে বলে সরব হয় কংগ্রেস সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে বিজেপিকে সমর্থন জানানো থেকে বিরত থাকে এনডিএর দুই শরিক টিডিপি ও জেডিইউ-র মতো দলও। যারফলে চাপে পড়ে শেষপর্যন্ত জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টরি কমিটিতে বিলটিকে পাঠাতে বাধ্য হয়ে মোদী সরকার। ফলে এবার টিডিপির পক্ষ থেকে এই ধরনের বিরোধিতা দেখা দেওয়ায় মোদী ক্যাবিনেটের রক্তচাপ কিছুটা বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।