Bappi Lahiri: বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি দা’র গয়না প্রীতির কারণ

মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। সুরকার, গায়কের প্রয়াণে বলিউড মহলে শোকের ছায়া। বাঙালি এই সুরকারের বিভিন্ন নজির রয়েছে যেমন তেমনই আছে…

মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। সুরকার, গায়কের প্রয়াণে বলিউড মহলে শোকের ছায়া। বাঙালি এই সুরকারের বিভিন্ন নজির রয়েছে যেমন তেমনই আছে গয়না প্রীতি নিয়ে বিস্তর চর্চা।

গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তার পোশাক বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। গয়না পরা নিয়ে নানা রসিকতাও শোনা গেছে। কেন এত গয়না পরতেন বাপ্পি লাহিড়ি?

   

মোটাসোটা বাপ্পি লাহিড়ি সোনার গয়না পরতে ভালোবাসতেন। বাপ্পী লাহিড়ী। তাকে বলিউডের ‘গোল্ডেন ম্যান’ বলা হতো। কোনো সময়ই সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যেতো না। সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার গহনার প্রতি ভালোবাসার কারণ। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রাণিত। প্রেসলি যেমন অলঙ্কার পরতেন তেমনই ছিল বাপ্পি লাহিড়ির শখ।

সেই সাক্ষাতকারে বাপ্পি লাহিড়ি বলেছিলেন এলভিস প্রেসলি সোনার হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনও দিন সফল হই, তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটা ঠিক না।

১৯৭২ সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় বাপ্পি লাহিড়ীর। ঠিক তার পরের বছরই বলিউডে যাত্রা শুরু করেন তিনি। তবে বাপ্পির গান নজরে আসে তাহির হুসেন পরিচালিত ‘জখমি’ ছবিতে। বাকিটা ইতিহাস। ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, ডান্স ডান্সসহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।