বিদায় নিল শীত, ফাগুনে সূচনা বসন্তের

শীতের বিদায়। মাঘ পেরিয়া ফাল্গুনের গোড়ায় পাকাপাকিভাবে চলে গেল ঠান্ডার আমেজ। আজ বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। অনুমান আগামী দিন কয়েকের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৫…

শীতের বিদায়। মাঘ পেরিয়া ফাল্গুনের গোড়ায় পাকাপাকিভাবে চলে গেল ঠান্ডার আমেজ। আজ বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। অনুমান আগামী দিন কয়েকের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে যেতে পারে।

বসন্তের সূচনায় বৃষ্টির কোনও ভ্রুকুটি নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় এদিন সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও। আজ কলকাতার ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। সর্বনিম্ন ৩২ শতাংশ।

উত্তরবঙ্গে অবশ্য আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। এবার উত্তরবঙ্গেও বাড়তে শুরু করবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও কয়েকদিন শীত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।