সাদা-কালো পর্দায় আবার ফিরছে অপু দুর্গা

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পেল সুমন মৈত্রের ছবি আমি ও অপু এর টিজার।’দশমী’ ছবি মুক্তির দীর্ঘদিন পর সুমন তৈরি করতে চলেছেন এই ছবি।দশমীতে অভিনয় করেছিলেন…

Apu-Durga is returning to the black and white screen

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পেল সুমন মৈত্রের ছবি আমি ও অপু এর টিজার।’দশমী’ ছবি মুক্তির দীর্ঘদিন পর সুমন তৈরি করতে চলেছেন এই ছবি।দশমীতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও কোয়েল মল্লিক।

Advertisements

আর তার পর পরিচালক নিয়ে আসছে অন্য স্বাদের গল্প।পল্লবী চট্টোপাধ্যায়,দেবাশীষ মিত্র,রতন সাহা,শতদীপ সাহা নিবেদিত এই ছবিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে তৈরি হচ্ছে আমি ও অপু। ছবিতে অভিনয় করছেন ইশান রানা,প্রকৃতি পূজারী,আনন্দ এস চৌধুরী,সুশীল শিকারিয়া,ধ্রুব দেবনাথ,সৌমিত্র ঘোষ,অশোক গাঙ্গুলি, পার্থ মুখোপাধ্যায়,অমৃতা হালদার,প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহ সহ অন্যান্যরা।

Advertisements
   

নিশ্চিন্দিপুরের বাসিন্দা অপু ও দুর্গা।দুই ভাইবোনের টকমিষ্টির সম্পর্ক ফুটে উঠবে এই ছবিতে।সাদা কালো ফ্রেমে তৈরি হবে এই ছবি।অন্য ছবি গুলিতে যেমন দুর্গা মারা যাওয়ার পরে অপুর জীবন নিয়ে কাহিনী বলা হয়েছে, কিন্তু এই ছবিতে গল্প যাচ্ছে সেই অপু দুর্গার ছোটবেলার কাহিনী বিস্মৃত ভাবে।খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।