কার্নিভালের দিনই ফের ভিজবে বাংলা! কী জানাচ্ছে হাওয়া অফিস

কৈলাসে ফিরে গিয়েছে উমা। বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই রোদের তেজ রয়েছে ব্যাপক৷ দেবী বিসর্জনের সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ৷ আলিপুর আবহাওয়া…

weather 3 কার্নিভালের দিনই ফের ভিজবে বাংলা! কী জানাচ্ছে হাওয়া অফিস

কৈলাসে ফিরে গিয়েছে উমা। বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই রোদের তেজ রয়েছে ব্যাপক৷ দেবী বিসর্জনের সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ৷ আলিপুর আবহাওয়া দফতর (weather update )সূত্রে খবর, তবে এখনই বৃষ্টির হাত থেকে মিলছে না স্বস্তি৷ লক্ষ্মীপুজোতেও মিলতে পারে বৃষ্টির দেখা৷ বিশেষ করে মঙ্গলবার, পুজো কার্নিভালের দিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিও (weather update )৷

হাওয়া অফিসের খবর অনুযায়ী (weather update), দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ৷ যার জেরে মঙ্গলবার থেকেই ভিজতে পারে বাংলা৷ যদিও সকলের মনেই চিন্তা ছিল যে পুজোর কটাগদিন কেমন থাকবে আবহাওয়া৷ তবে পুজোর চারদিন বৃষ্টির হাত থেকে মিলেছে স্বস্তি৷ কিন্তু ফের বৃষ্টির পূর্বাভাস 9weather update)রয়েছে বৃষ্টির৷ উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (weather update)সম্ভাবনা।

   

হাওয়া অফিস (weather update)সূত্রে জানা গিয়েছে, আজ,সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিল বাংলা থেকে। আপাতত শুষ্ক আবহাওয়া। ভারী বৃষ্টির (weather update)সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে (weather update)। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে৷