দুর্গা প্রতিমার মুখে কালি‌ লেপে দিল বজরং দল

দেবী প্রতিমার মুখে কালি। নবরাত্রির শুরুতে কালি লেপা হল দুর্গা প্রতিমার (Durga puja) মুখে।এই কীর্তি ঘটিয়েছে গেরুয়া সংগঠন বজরং দল। বাংলাদেশ বা সমতুল কোনও রাষ্ট্র…

hshsh দুর্গা প্রতিমার মুখে কালি‌ লেপে দিল বজরং দল

দেবী প্রতিমার মুখে কালি। নবরাত্রির শুরুতে কালি লেপা হল দুর্গা প্রতিমার (Durga puja) মুখে।এই কীর্তি ঘটিয়েছে গেরুয়া সংগঠন বজরং দল। বাংলাদেশ বা সমতুল কোনও রাষ্ট্র নয়। এ ঘটনা ভারতের। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের। সেখানকার ইন্দোরে দুর্গা প্রতিমার(Durga puja) মুখে কালি লেপে দিয়েছে বজরং দলের কর্মীরা।

নবরাত্রির শুরু মানেই উৎসব। আশ্বিনের শারদপ্রাতে দেবী দুর্গার(Durga puja) আরাধনা। এটাই সনাতনী সংস্কৃতি। বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে দুর্গাপুজোয় বাধা দেওয়া উঠেছে। মূর্তি ভাঙা থেকে মণ্ডপে আগুন। এই ধরনের নানা ঘটনার সাক্ষী বাংলাদেশ।

   

কিন্তু ভারতের মাটিতে এমন ঘটনা কেন ঘটল? মুখে কালি লেপে দুর্গা প্রতিমা(Durga puja) নষ্ট করল বজরং দল। সেটাও আবার মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে। এর পিছনে অন্য কারণ।

ইন্দোরের ওই দুর্গা প্রতিমার সাজসজ্জা নিয়ে আপত্তি বজরং দলের। শাড়ি নয়, প্রতিমার গায়ে চাপানো হয় বোরখা। এতেই ক্ষুব্ধ গেরুয়া সংগঠন বজরং দল। প্রতিমার মুখে কালি লেপে দেয় বজরং দলের সদস্যরা। পাশাপাশি দুর্গা প্রতিমা বিকৃত করার অভিযোগে তারা পুলিশে অভিযোগও দায়ের করেছে।