Covid 19: করোনা আক্রান্ত হয়েও সরকারি বৈঠক, ক্ষমা চাইলেন ব্রিটেনের মন্ত্রী

করোনা আক্রান্ত হলে যেখানে আইসোলেশনের কথা বলেন বিশেষজ্ঞরা, সেখানে খোদ স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীই সেই নির্দেশ মানলেন না। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী গিলিয়ান কিগানকে জানানো হয়েছিল…

Covid 19: করোনা আক্রান্ত হয়েও সরকারি বৈঠক, ক্ষমা চাইলেন ব্রিটেনের মন্ত্রী

করোনা আক্রান্ত হলে যেখানে আইসোলেশনের কথা বলেন বিশেষজ্ঞরা, সেখানে খোদ স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীই সেই নির্দেশ মানলেন না। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী গিলিয়ান কিগানকে জানানো হয়েছিল তিনি করোনা আক্রান্ত। কিন্তু তারপরও তিনি আইসোলেশনে গেলেন না। নিজেকে আলাদা করা তো দূরের কথা, নিজে করোনা পজেটিভ জানার পরও তিনি বৈঠক করেন।

Advertisements

টুইটারে একথা জানিয়েছেন গিলিয়ান কিগান। গতকাল টুইট করে তিনি বলেছেন, তিনি বৈঠকের সময় তাঁর করোনা পজেটিভ হওয়ার কথা বলেছিলেন। কিন্তু যথাযোগ্য কারণেই তিনি কিছুক্ষণের জন্য বৈঠক করেন। তবে বেশিক্ষণ তিনি নেননি। তাড়াতাড়ি মিটিং শেষ করে বেরিয়ে আসেন তিনি।

Advertisements
   

এদিকে, WHO জানিয়েছে কোভিড ১৯ এর পরবর্তী যে রূপ আসবে তা আরও ভয়াবহ হতে পারে। এমনকী তার মারণ ক্ষমতা বেশি হওয়াও বিচিত্র নয়। এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর বিশেষজ্ঞদের। সম্প্রতি একটি বিবৃতি জারি করে সংস্থার মহামারী বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরকোভে জানিয়েছেন, ভবিষ্যতে এই ভাইরাস ফের রূপ বদল করবে। আর তা হতে পারে ওমিক্রনের থেকেও ভয়াবহ। সেই রূপটি আরও দ্রুত সংক্রমণ ছড়াবে। বর্তমানে যে হাতে ছড়াচ্ছে কোভিড, তাকে করোনার ওই রূপের সংক্রমণ ক্ষমতা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। কেরকোভ এও বলেছেন, ওই রূপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলেও মানুষের শরীরে বাসা বানাতে সক্ষম হতে পারে। অর্থাত কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলে যে তাকে করোনা আক্রমণ করবে না, এমন নয়। ভ্যাকসিন এক্ষেত্রে সাহায্য নাও করতে পারে। আবার ভ্যাকসিন নেওয়া থাকলে ভাইরাস খুব বেশি ক্ষতি নাও করতে পারে। যেমনটা ওমিক্রমনের ক্ষেত্রে হয়েছে।