বাদ পরেই ইরানিতে দ্বিশতরান সফররাজের, ছাপিয়ে গেলেন রাহানেকেও

দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেটে রান তুলেছেন তিনি। এছাড়াও ব্যাট হাতে চলতি দলীপ ট্রফির প্রথম পর্বেও রান পেয়েছিলেন তিনি। তবে রানের মধ্যে থাকলেও চলতি ভারত বনাম…

Mumbai Star Cricketer Sarfaraz Khan Becomes Fourth Youngest Double Centurion in Irani Cup

দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেটে রান তুলেছেন তিনি। এছাড়াও ব্যাট হাতে চলতি দলীপ ট্রফির প্রথম পর্বেও রান পেয়েছিলেন তিনি। তবে রানের মধ্যে থাকলেও চলতি ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজে জায়গা মেলেনি সরফরাজ খানের। তাই আজ ইরানি ট্রফির প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুম্বাইয়ের এই তারকা ব্যাটার। গতকাল ‘রাহানে -ঝড়ের’ পর এদিন ব্যাট হাতে দ্বিশতরান করলেন সরফরাজ। মুম্বই বনাম রেস্ট অফ ইন্ডিয়ার ম্যাচে মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে নেমে ১২৭তম ওভারে সিঙ্গল নিয়ে দ্বিশতরান পূরণ করেন এই ডান হাতি ব্যাটার। তবে শুধুমাত্র দ্বিশতরানেই ক্ষান্ত হননি, চার-ছয় মেরে বেশ কিছু রেকর্ডও ভেঙেছেন মুম্বাইয়ের তারকা ব্যাটার। রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিশতরান করে সর্বকনিষ্ঠ চতুর্থ ব্যাটার হিসেবে ইরানি কাপে (Irani Cup live score) ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

গতকালই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন অজিঙ্ক রাহানে। মুম্বাইয়ের ইনিংসের শুরুতে দুই ওপেনার পৃথ্বী শ (৪) এবং আয়ুষ মাত্রে (১৯) তাড়াতাড়ি ফিরে যান। তিন নম্বরে নেমে হার্দিক তাম্রেও(০) কিছু করতে পারেননি। বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশ কুমাররে একটি দুর্দান্ত ইনসুইংগিং ইয়র্কারে এদিন বোল্ড হয়ে যান হার্দিক। তাই শুরুতেই ৩৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা মুম্বাই ক্রিকেটের হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং অজিঙ্ক রাহানে (৯৭)। গতকাল ব্যাট হাতে ৫৭ রান করে ড্রেসিংরুমে শ্রেয়স আইয়ার ফিরে এলে ক্রিজে আসেন সরফরাজ।

   

সরফরাজ ক্রিজে যখন আসেন ১৩৯ রানে চার উইকেট খেয়ে একপ্রকার অচল হয়ে গিয়েছিল মুম্বাইয়ের স্কোরবোর্ড। এরপরই রাহানেকে সাথে নিয়ে অচল ‘স্কোরবোর্ড’ ঝড়ের গতিতে সচল করেন তিনি। গতকালই সেঞ্চুরি করার পর আজ দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর এই অপরাজিত ২২১ রানের সৌজন্যেই প্রথম ইনিংসে ৫০০ রানের গন্ডি টপকাতে সক্ষম হয় মুম্বাই। এই মুহূর্তে সরফরাজ ছাড়াও ক্রিজে রয়েছেন মুম্বাই পেসার মহম্মদ জুনেদ খান।

এদিন সরফরাজের পাশপাশি মুম্বাইদলের হয়ে রান পেয়েছেন বুচিবাবু টুর্নামেন্টে সাড়া জাগানো তনুষ কোটেন (৬৪)। এছাড়াও শেষের দিকে ব্যাট হাতে ৩৫ রান করেন শার্দুল ঠাকুর। তবে এদিন নিজের দ্বিতশতরান পূরণ করতে সরফরাজের সময় লাগে ২৫৩ বল। মুম্বাই ব্যাটার নিজের ইনিংস সাজান ২৩টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা দিয়ে।

Ajinkya Rahane: “পুরোনো কথা ভাবব না,” আগামী দিন নিয়ে আশাবাদী রাহানে

প্রসঙ্গত উল্লেখ্য যে মুম্বইয়ের প্রথম ব্যাটার হিসেবে ইরানি কাপে আজ ডাবল সেঞ্চুরির নজিরও গড়েন সরফরাজ। তাঁর আগে রামনাথ পার্কার ১৯৭২ সালে ১৯৫ রানের ইনিংস খেলেছিলেন ইরানি কাপে। মাত্র ২৬ বছর ৩৪৬ দিন বয়সে সরফরাজ খান ইরানি কাপে (Irani Cup live score) ডাবল সেঞ্চুরি করলেন। তাঁর আগে ২১ বছর ৬৩ দিন বয়সে যশস্বী জয়সওয়াল এই টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে প্রবীন আমরে (২২ বছর ৮০ দিন) ও গুন্ডাপ্পা বিশ্বনাথের (২৫ বছর ২৫৫ দিন) নাম।