৫৭ লক্ষের সোনা বাজেয়াপ্ত করে বড় সাফল্য বিএসএফের

বড় সাফল্য সীমান্তের পাহারাদার বিএসএফ জওয়ানদের। পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত হল কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট। যদিও এখনও কাউকে আটক কড়া যায়নি।     গোপন…

short-samachar

বড় সাফল্য সীমান্তের পাহারাদার বিএসএফ জওয়ানদের। পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত হল কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট। যদিও এখনও কাউকে আটক কড়া যায়নি।

   

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হাড়িপুকুর সীমান্ত থেকে ১০ টি সোনার বিস্কুট উদ্ধার করে ৬১ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। সূত্রের খবর, সোনার বিস্কুটের ওজন প্রায় দেড় কেজি। যার বাজার মুল্য ৫৭ লক্ষ ৮০ হাজার ৩৮৪ টাকা।

এদিন বিস্কুটের পাশাপাশি একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার কিংবা সনাক্ত করা যায়নি। জওয়ানদের আসার খবর পেয়েই আগেভাগে পালিয়ে যায় দুষ্কৃতী। তবে মোটরবাইকের মালিক জিন্নাত আলি মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফের কর্তৃপক্ষ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করা হবে।