সপ্তসুরে বাঁধা পড়তে চলেছেন ইশা-অনির্বাণ ও অর্জুন

কলকাতা: সুরের নগরী কলকাতা। কিন্তু এখানের ইন্ডাস্ট্রিতে নাকি প্রপার মিউজিক‌্যাল ফিল্ম কম হয়। এই অপবাদ ঘুচাতে এবার রোম্যান্টিক মিউজিক্যাল সিনেমা দিয়ে একসঙ্গে জুটি বাঁধছেন অনির্বাণ,…

anirban-ishaa-arjun

কলকাতা: সুরের নগরী কলকাতা। কিন্তু এখানের ইন্ডাস্ট্রিতে নাকি প্রপার মিউজিক‌্যাল ফিল্ম কম হয়। এই অপবাদ ঘুচাতে এবার রোম্যান্টিক মিউজিক্যাল সিনেমা দিয়ে একসঙ্গে জুটি বাঁধছেন অনির্বাণ, ইশা ও অর্জুন। পরিচালনায় পরমা নেওটিয়া।

Advertisements

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, সংগীতকে কেন্দ্র করেই ছবি তৈরি করেছেন পরমা নেওটিয়া। শাস্ত্রীয় সংগীত অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক থেকে কনটেম্পরারি বা ফিউশন মিউজিকের একটা যাত্রাপথ থাকবে ছবি জুড়ে। আর সেই যাত্রাপথ ধরেই এগোবে অনির্বাণ, ইশা এবং অর্জুনের চরিত্রদের কাহিনি। আগে ইশা ও অনির্বাণ ‘ডিটেকটিভ’ ছবিতে জুটিতে দেখা গিয়েছে। এছাড়া অর্জুন ও ইশা ‘গুপ্তধন’ সিনেমার ফ্র‌্যাঞ্চাইজির বেশ জনপ্রিয় পেয়ার।

   

এখন প্রশ্ন এই নতুন মিউজিক‌্যালে তাঁদের সম্পর্কের রসায়ন কেমন হবে? রোমান্টিক ছবি যখন, আন্দাজ করাই যায় প্রেমের একটা ভূমিকা থাকবে নিশ্চিত। শোনা যাচ্ছে, খুব শিগগির এই নতুন ছবির শুটিং শুরু হবে।

Advertisements

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনির্বাণ। এদিকে Zee5 প্ল্যাটফর্মের ‘মুক্তি’ সিরিজে বিপ্লবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অর্জুন।