বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty) ও স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) আবারও বিতর্কের কেন্দ্রে । শুক্রবার সাকালে তাদের বাড়ি ও অফিসে সম্প্রতি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raid)। যার ফলে দম্পতির বিরুদ্ধে নতুন বিতর্ক শুরু হয়েছে। এর আগেও রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় (Pornography case) গ্রেফতার হয়েছিলেন, কিন্তু এই নতুন অভিযানে আবারও তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
ইডি (ED raid) তাদের 97.9 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। শিল্পা শেঠি (Shilpa Shetty) , যিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন, তাকে নিয়ে নানা আলোচনা চলছে। তিনি চলচ্চিত্র এবং রিয়েলিটি শো ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত। শিল্পা শেঠির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা বলে জানা যায়। তিনি ফিটনেস ব্র্যান্ড এবং বিজ্ঞাপনও অনুমোদন করেন। প্রতি বিজ্ঞাপনে তিনি ১ কোটি রুপি পারিশ্রমিক নেন।
এছাড়াও শিল্পার (Shilpa Shetty) ব্যবসায়িক সাম্রাজ্য আরও বিস্তৃত, তিনি ২০১৯ সালে মুম্বাই-ভিত্তিক রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’ এর মালিক হন, যেখানে তার ৫০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া তার একটি ভিএফএক্স স্টুডিওও রয়েছে, যার নাম ‘এসপিএস স্টুডিও’, যেখানে তিনি ১০ কোটি রুপি বিনিয়োগ করেছেন। এই স্টুডিও ভিজ্যুয়াল ইফেক্ট সংক্রান্ত কাজ করে। শিল্পার (Shilpa Shetty) নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে, যার নাম ‘ড্রিম এসএস’, পাশাপাশি তিনি রিয়েলিটি শো এবং একটি ফিটনেস অ্যাপ থেকেও আয় করেন।
তবে শিল্পা শেঠির (Shilpa Shetty) চলচ্চিত্র ক্যারিয়ার সাম্প্রতিক বছরগুলোতে খুব বেশি এগোয়নি। ২০০৭ সালে ‘আপনে’ ছবির পর তাকে বড় পর্দায় দেখা যায়নি, তবে ২০২৩ সালে ‘সুখী’ ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি।
রাজ কুন্দ্রা (Raj Kundra) , শিল্পা শেঠির স্বামী, একজন বড় ব্যবসায়ী এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। তিনি রাজস্থান রয়্যালসের সহ-প্রতিষ্ঠাতা এবং সহ-মালিক। রাজ কুন্দ্রার নাম বিশ্বজুড়ে শীর্ষ ধনী ব্রিটিশ এশিয়ান ব্যবসায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, এই দম্পতি আবারও পর্নোগ্রাফি মামলায় (Pornography case) ইডির নিশানায় পড়েছেন। ইডি কেবল রাজ কুন্দ্রার বাড়িতে অভিযান চালায়নি, বরং এই মামলার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি পরিচালনা করেছে। এই তদন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নো কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগের সঙ্গে সম্পর্কিত।