খোঁজ দিতে পারলেই ৭০০, ০০০ টাকা পুরস্কার : CBI

যেনতেন প্রকারে অভিযুক্তদের পাকড়াও করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার জন্য পুরস্কার-মূল্য ঘোষণা করতেও দ্বিধা করল না। শনিবার পুরস্কার মূল্য সংক্রান্ত ঘোষণায় বড় আপডেট দিল…

CBI-Office

যেনতেন প্রকারে অভিযুক্তদের পাকড়াও করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার জন্য পুরস্কার-মূল্য ঘোষণা করতেও দ্বিধা করল না। শনিবার পুরস্কার মূল্য সংক্রান্ত ঘোষণায় বড় আপডেট দিল সিবিআই (CBI)।

Advertisements

অভিজিৎ সরকার খুনের ঘটনায় পুরস্কার মূল্য ঘোষণা করেছিল সিবিআই। অভিযুক্ত পলাতকদের ধরতে পারলেই মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে জানিয়েছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ওই বিজ্ঞপ্তিতে মোট ৫ জনের কথা জানানো হয়েছিল বলে সর্বভারতীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল।

   

শনিবার আরও এক ধাপ এগোল তারা। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আপডেট, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় আরও ৯ জন অভিযুক্তকে রাখা হয়েছে এই তালিকায়। তাদেরও মাথা পিছু পুরস্কার মূল্য ৫০ হাজার টাকা। অর্থাৎ মোট ১৪ জনের জন্য মাথা পিছু ৫০ হাজার টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

Advertisements

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল অভিজিৎ সরকারকে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছিল। ঘটনায় ২০ জনের বিরুদ্ধে দাখিল করা হয়েছিল চার্জশীট।

৩ মে ক্ষেতের মধ্যে প্রাণ হারিয়েছিলেন দত্তপুকুরে হাসানুর জামান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। ফল প্রকাশের পরের দিন খুন করা হয় হাসানুরকে। স্ত্রী বাধা দিতে গেলেও থামেনি দুষ্কৃতীরা। মারধর করতে থাকে তারা। মৃত্যু হয় হাসানুর জামানের।